সংবাদ
অপহরণের মামলায় জাহিদ গ্রেফতার
বন্দরে এইচএসসি পরিক্ষার্থীকে রাস্তা থেকে জোর পূর্বক ভাবে অপহরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে জাহিদ হাসান (২১) নামে এক অপহরণকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৬ নভেম্বর) রাতে বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে ওই অপহরণকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের খানবাড়ী মোড় এলাকা থেকে ওই পরিক্ষার্থী অপহরণের শিকার হয়।
এ ব্যাপারে ভূক্তভোগী পরিক্ষার্থী লাকি আক্তার বাদী হয়ে অপহরণ ঘটনার ওই দিন রাতে ৪ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত নামা আরো ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত অপহরণকারী জাহিদ হাসান কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার বাদল মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে সোমবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন এলাকার আক্কাস আলী ছৈয়াল মিয়ার মেয়ে এইচএসসি পরিক্ষার্থী লাকি আক্তার সাথে একই থানার সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে বখাটে রিফাতের সামাজি যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে বখাটে রিফাত প্রায় সময় উলে¬খিত পরিক্ষার্থী মোবাইলে ফোন করে ধেকা করার জন্য চাপসৃষ্টি করত।
এর ধারাবাহিকতায় গত রোববার সকাল ১০টায় উল্লেখিত পরিক্ষার্থী লাকি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বন্দর খানবাড়ী মোড় এলাকায় পৌছলে ওই সময় বখাটে রিফাত একই এলাকার আলিফ ও কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার বাদল মিয়ার ছেলে জাহিদ হাসান ও দড়ি-সোনাকান্দা এলাকার আরমানসহ অজ্ঞাতনামা ২/৩ জন মিলে এইচএসসি পরিক্ষার্থীকে রাস্তা থেকে জোর পূর্বক তোলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি বন্দর থানা পুলিশ অবগত করলে পুলিশ তাৎক্ষনিক বন্দর থানাধীন ফরাজিকান্দাস্থ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম সেতুর সামনে অভিযান চালিয়ে অপহৃতা এইচএসসি পরিক্ষার্থী লাকিকে উদ্ধার করতে সক্ষম হয়।