সংবাদ দেখার জন্য ধন্যবাদ

আবারো এক হচ্ছেন শাকিব-বুবলী
শোবিজের দুনিয়ায় একটু আড়াল, বড় গুঞ্জন—আড়াল নিয়ে সমালোচকরা রূপকথার গল্পের মতো রঙিন গল্প বলে যান। এ সব গল্পকাররা ক্লান্ত হওয়ার আগেই ভেঙে যায় আড়াল, উন্মোচন হয় সব খবর। কিছু গুঞ্জন সত্য হয়, আবার কিছু মিথ্যা প্রমাণিত হয়। এ সব আলো-অন্ধকার নিয়েই রঙিন দুনিয়া। এ সব গল্পের প্রধান চরিত্রের মধ্যে বাংলাদেশের সিনেমায় জনপ্রিয় মুখ চিত্রনায়িকা শবনম বুবলীও একজন। তার ক্যারিয়ারে যখন বসন্তের হাওয়া লাগে, ঠিক তখনই মিডিয়া থেকে আড়ালে চলে যান।
গত বছরের শুরুর দিকে প্রথবার শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী। তখন অনেকেই বলাবলি করছিলেন, শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষ করেই বুবলী লাপাত্তা! ঢালিউডপাড়ায় শুরু হয় নানা গুঞ্জন। এই জুটিকে ঘিরে প্রেম, বিয়েসহ নানা গুঞ্জনও ওঠে। এক সময় শোনা যায়—তাদের সম্পর্কে ভাঙন ধরেছে! শাকিব খান ও শবনম বুবলীর জুটি ভেঙে যাওয়া নিয়ে গুঞ্জন অনেক দিনের। কিন্তু কোনো গুঞ্জনে কান না দিয়ে, তিনি জানিয়েছিলেন—‘সব গুঞ্জন পাত্তা দিতে নেই। কাজ নিয়েই ব্যস্ত আছি। শিগগিরই নতুন কাজের খবর জানাব।’ নিন্দুকের কথায় কান না দিয়ে গত মঙ্গলবার নতুন কাজের খবর জানিয়েছেন তিনি।
আড়াল ভেঙে বেশ সরব হয়েই ফিরেছেন চিত্রনায়িকা বুবলী। পরপর দুটি সিনেমার নায়িকা হয়ে তার প্রত্যাবর্তন আলোচনার জন্ম দিয়েছে। আগেই জানা গেছে তিনি শাপলা মিডিয়ার ‘চোখ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে তার নায়ক নিরব ও রোশান। এবার আরো একটি সিনেমায় বুবলীর যুক্ত হওয়ার খবর এলো। এ ছবিতে তিনি জুটি বাঁধবেন শাকিব খানের সঙ্গে। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করে জীবনের সুবর্ণ সময়ের শুরু করেন তিনি। একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন বুবলী। নতুন ছবির জন্য শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন দুই তারকা। একদিন পার না হতেই আবারো তার ক্যারিয়ারে নতুন সিনেমা যুক্ত হওয়ার খবর মিডিয়াপাড়ায় আলোচনার জন্ম দেয়। নতুন ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করবেন নাটক ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ তপু খান। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এর আগে ‘যদি একদিন’সহ কয়েকটি ছবি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।
পরিচালক তপু খান জানান, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং হবে ২০ মার্চ থেকে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে ক্যামেরার কাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও এর বেঙ্গল স্টুডিওতে শাকিব ও বুবলীর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হবে। এই জনপ্রিয় জুটি অভিনয়ে ফিরলেও প্রশ্ন থেকে যায়— এরপরেও নানা প্রশ্ন আসবে। তবে প্রশ্নের ধরন পরিবর্তন হবে, পরিবর্তন হবে সমালোচনার।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যান শবনম বুবলী। এ ছবির নায়ক শাকিব। এর পর শাকিব অন্য নায়িকাদের সঙ্গে কাজ করলেও টানা ১১ ছবিতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন তাকে। ‘ক্যাসিনো’ ছবিতে এ নায়িকা নিরবের বিপরীতে কাজ করেন। সর্বশেষ শাকিব-বুবলী জুটির ‘বীর’ সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ নামের একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Comment Heare
সদ্যপাওয়া
ফিচার

বদলে যাচ্ছে তিস্তা পাড়ের জীবনযাত্রা
লালমনিরহাটে তিস্তার বুকে জেগে ওঠা চরে সবজি চাষ করছেন লাখো মানুষ। এতে বদলে যাচ্ছে তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রা। চরের পতিত জমিতে কীটনাশক ছাড়াই বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে অভাব দূর করছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর চরাঞ্চলে […]
স্বাস্থ্য

ভ্যাকসিন নিলেন কাউন্সিলর বিন্নি
করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন আলোচিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। যিনি করোনা মহামারিকালে অসহায়দের পাশে থেকে তাদের সেবা করতে গিয়ে সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ […]
মতামত

তারুণ্যে বাঁচবে আশা
এমন ঝাঁকুনি বিশ্ব আগে কখনো খেয়েছে কিনা জানা নেই। কোথায় পড়েনি করোনার প্রভাব? শিক্ষা, শিল্প-সাহিত্য, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি; সব পটভূমিতেই করোনার থাবার স্পষ্ট ছাপ। তবে সব ছাড়িয়ে যেন অর্থনীতির দগদগে ঘাঁ-টা চিন্তকদের কপালে ভাঁজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে কিছুটা বেশিই। কারণ, […]
নামাজের সময়
ঢাকা, বাংলাদেশ বুধবার, ৩ মার্চ, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:১০ অপরাহ্ণ |
আছর | বিকাল ৩:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:০২ অপরাহ্ণ |
এশা | রাত ৭:১৭ অপরাহ্ণ |
ইতিহাস ঐতিহ্য

হারিয়ে যাচ্ছে মাটির তৈরি এসি ঘর
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী মাটির তৈরি এসি ঘর হারিয়ে যাচ্ছে কালের বির্বতনে।সিরাজগঞ্জে তাড়াশ,সলংঙ্গা,রায়গঞ্জ গ্রাম গুলোতে গত কয়েক বছর আগেও নজরে পড়তো মাটির ঘর-বাড়ি।প্রচুর গরম ও শীতে বসবাসের উপযোগী ছিলো এই মাটির ঘর। কিন্তু বর্তমানকালে মাটির তৈরি ঘর নির্মাণে নেই কারও কোনও আগ্রহ। […]
পুরনো সংখ্যা
তথ্য-প্রযুক্তি

বাংলায় খোলা যাবে ই-মেইল একাউন্ট
বাংলা ভাষায় ই-মেইল ঠিকানা যুক্ত করার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ঘোষণা দিয়ে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মাইক্রোসফট ইন্ডিয়ার এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ওই ব্লগ পোস্টে ই-মেইল […]
সকল জেলা
নারী-শিশু

মায়ের দায়িত্ব নিলো ১০ বছরের শিশু
জন্মের পর দেখতে পায়নি বাবাকে। মমতাময়ী মা শিকলবন্দী আর অসুস্থ অবস্থায় রয়েছেন নানী। এমন পরিস্থিতিতে পরিবারের সম্পূর্ণ দায়িত্বভার নিতে হয়েছে মাত্র ১০ বছরের কন্যাশিশু রুবিনা আক্তারকে। শিশুটির সামান্য রোজগার আর অন্যের জমিতে আশ্রিতা হয়ে অনিশ্চিত জীবন যাপন করছে পরিবারটি। এ […]







অর্থ বাণিজ্য

দেশে কোটিপতি বাড়ছে
২০২০ সালের মার্চে যখন দেশে করোনার আর্বিভাব, তখন ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাউন্ট ছিল ৮২ হাজার ৬২৫টি। গত সেপ্টেম্বর শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৮৮টিতে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের […]
বিজ্ঞাপন

প্রবাস

সৌদি প্রবাসীদের জন্য সুখবর
করোনাভাইরাস মহামারির এই সময়ে প্রবাসীদের জন্য তিন মাসের কাজের অনুমতিসহ রেসিডেন্সি পারমিট (ইকামা) প্রদান ও নবায়ন অনুমোদন দিয়েছে সৌদি সরকার। খবর সৌদি গেজেটের। মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। এখন থেকে সৌদি প্রবাসীরা তিন মাস করে ইকামা নবায়ন করতে […]
Leave a Reply
You must be logged in to post a comment.