সংবাদ
আবার দুটি গ্যাসের খনি পাওয়া গেল সৌদিতে
সৌদি আরবে আবারও গ্যাসের খনির সন্ধান মিলেছে।
দেশটির জ্বালানি মন্ত্রী বুধবার ঘোষণা করেছেন, সৌদি তেল জায়ান্ট আরামকো দেশের পূর্ব অঞ্চলে দুটি নতুন প্রাকৃতিক গ্যাসের খনি আবিষ্কার করেছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রিন্স আবদুলাজিজ বিন সালমানকে উদ্ধৃত করে বলেছে, এসব খনি দেশের জ্বালানি কৌশলগুলোতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া প্রাকৃতিক গ্যাসের মজুদকে আরও মজবুত করবে।
দুটি গ্যাসের খনির একটি আওতাড প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। এটি ঘাওয়ার মাঠের দক্ষিণ-পশ্চিমে ১৪২ কিলোমিটার (৮৮ মাইল) দক্ষিণ -পশ্চিমে অবস্থিত। আরেকটি আল দাহনা। এটি ধরান শহরের দক্ষিণ-পশ্চিমে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) দূরে অবস্থিত।