সংবাদ
আড়াইহাজারে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাইয়ুম (২১) নামে এক স্যানিটারী ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা মোবাইল সেট ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তিনি তাদের প্রতিহত করতে চাইলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল শনিবার ভোর ৬টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের ইকবারদী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে হিমেল (২০ ) নামে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সে স্থানীয় বালিয়াপাড়া এলাকার আবুল বাশারের ছেলে। অভিযোগ রয়েছে, সে এর আগেও স্থানীয় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। মৃতের বাবা স্থানী মসজিদের ইমাম মোজ্জামেল হক বলেন, আমার ছেলে কাইয়ুম স্যানিটারী ব্যবসায়ী ছিলেন। সে ভোর ৬ টার দিকে স্থানীয় ইকবারদী বাজারে সকালের নাস্তার জন্য যাচ্ছিল। পথে তার ব্যবহারের মোবাইলটি ছিনতাইয়ের চেষ্টা করে দুবৃর্ত্তরা। এতে সে বাঁধা দিলে তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমি এর ন্যায় বিচার দাবী করছি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।