সংবাদ
আড়াইহাজারে বাস ও লেগুনার সংঘর্ষে ২জন নিহত
আড়াইহাজার প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে যাত্রীবাহি একটি বাস ও লেগুনার মুখোমুখী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এরা হলেন, স্থানীয় পুরিন্দা এলাকার বাতেনের ছেলে ফেরদৌস (২৬)। তিনি লেগুনার চালক। অপরজন কুলসুম বেগম (৫৫)। তিনি টেকপাড়া এলাকার লোকমানের স্ত্রী। তিনি লেগুনার যাত্রী ছিলেন। তাদের আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় রুপগঞ্জ ও আব্দুল মালেখ হাসপাতালে র্ভতি করার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, পাঁচরুখীর দিঘিরপাড়া থেকে ঢাকা মেট্রো- ব- ১৫-৭১০৭ নাম্বারের যাত্রীবাহি বাসটি যাত্রী নিয়ে গাউছিয়ার দিকে যাচ্ছিল। একই সময় গাউছিয়া থেকে আসা যাত্রীবাহি লেগুনার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় লেগুনাতে থাকা অন্যান্য যাত্রীরা কমবেশী আহত হলেও এর চালক ফেরদৌস ও যাত্রী কুলসুমকে আশঙ্কা জনক অস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসরা তাদের মৃত ঘোষণা করেন। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।