সংবাদ
ইরাক ও সিরিয়ায় তুরস্কের অভিযান, নিহত ৩১
ইরাক ও সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় চলছে তুরস্কের বিমান অভিযান। এতে ৩১ জনের মৃত্যুর খবর জানা গেছে, আহত শতাধিক। খবর রয়টার্স।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অপারেশন ‘ক্ল সোর্ড বা তরবারির আঘাত’ চালানো হচ্ছে। সেখান থেকে তুরস্কের অভ্যন্তরে হামলা পরিচালিত হয়, এমন অভিযোগ এরদোগান প্রশাসনের।
প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার জানান, সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে ধ্বংস করা হয়েছে অন্ততঃ ৮৯টি সন্দেহজনক স্থাপনা ও বিদ্রোহী ঘাঁটি।
অন্যদিকে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, সিরিয়া ভূখণ্ডে নিহত হয়েছে ৩১ জন; আহত কমপক্ষে ৮০। তবে ইরাক কোন হতাহতের তথ্য প্রকাশ করেনি।