সংবাদ
ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীকে কুপিয়ে জখম
বন্দর প্রতিনিধি
বন্দরের বাগবাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গ্রæপ তানহা ইলেক্ট্রনিক্স দোকানের মালিক মোক্তার হোসেন(৬৫)কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। অভিযুক্তরা হলো সৌরভ(৪০), রাজিব(৪৫), কাজীম উদ্দিন (৫৫), কিয়ামমুদ্দিন (৪৫) ও হালিম (৪৫)সহ ১৪/১৫ জন। বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, বন্দরের বাগবাড়ি এলাকার সুন্দর আলী মেয়ের সাথে তার স্বামীর ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরে বাগবাড়ি এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে কাজীম উদ্দিন ও কিয়ামউদ্দিনের ইন্ধনে কবিলের মোড় এলাকার মৃত আমান সরদারের ছেলে সৌরভ ও রাজিব এবং মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিমসহ ১৪/১৫জন মিলে তাকে তার প্রতিষ্ঠান তানহা ইলেক্ট্রনিক্স দোকানে সামনে দোকানের মালিক বাগবাড়ি এলাকার আলফাজ উদ্দিনের ছেলে মোক্তার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় বাদীর ছেলে মেরাজ হোসেন ও তার স্ত্রী মাকসুদা বেগম এগিয়ে এলে তাদেরকে ও মারধর করে এবং তার স্ত্রীকে শ্লীতাহানীর চেষ্টা করে। হামলাকারীরা তার কাছে থাকা দোকানের ১৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। এসময় হামলাকারীরা বাদীর ছেলেকে পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যপারে বাদী জানান, হামলাকারীদের তান্ডবের সিসিটিভি ফুটেজ তার সংগ্রহে রয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।