সংবাদ
উখিয়ায় ট্রাক উল্টে ২ রোহিঙ্গা কিশোরী নিহত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইট বোঝাই করা ট্রাক উলটে গিয়ে পথচারী দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১টার দিকে উপজেলার জামতলী ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের ই-৯ ব্লকে এই দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলেন, ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের জি-১২ ব্লকের বাসিন্দা জিয়াবুল হকের মেয়ে কানতা (১৪) ও একই ক্যাম্পের জি-২ ব্লকের বাসিন্দা আব্দুস সালামের মেয়ে নুর কলিমা (১২)।
জানা গেছে, চট্ট-মেট্রো-ট ১২-০৭১৫ নম্বরের ট্রাকটি একটি এনজিও সংস্থার প্রকল্পে ব্যবহারের জন্য দশ হাজার ইট বহন করছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উলটে গেলে রাস্তায় থাকা দুই কিশোরীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন বলেন, ” খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থল থেকে নিহত দুই কিশোরীর লাশ উদ্ধার করে পরিবর্তী প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করেছে। ”
ঘাতক ট্রাকটি জব্দ ও চালক কে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।