সংবাদ
উজিরপুরে বিপুল পরিমাণ মেয়াদউত্তীর্ণ ওষুধ জব্দ
বরিশাল জেলার উজিরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে মেয়াদউত্তীর্ণ ওষুধ জব্দ ও জরিমানা আদায় করেছে।
রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক অপূর্ব অধিকারি ও সহকারি পরিচালক সুমি রানি মিত্র উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে অভিযান চালিয়ে শিকদার মেডিক্যাল ফার্মেসী থেকে মেয়াদউত্তীর্ণ ওষুধ জব্দ করেছে এবং জরিমানা আদায় করা হয়।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পণ্যের সঠিক মূল্যতালিকা সংরক্ষণ না থাকা ও বেশি দামে বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।
এ সময়ে পরিচালকদ্বয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২ হাজার ৯ এর অধীনে ভোক্তা ও বিক্রেতাদের জ্ঞাতার্থে আইনের বর্ণিত অভিযোগ দায়ের, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডের বিধান সম্পর্কে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়।