সংবাদ দেখার জন্য ধন্যবাদ

উজ্জ্বল তিন তারকার গল্প
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক অকাল মৃত্যুর ঘটনা দারুণ তোলপাড় সৃষ্টি করেছে। বলিউডে তারকা পরিবার থেকে আসা পুত্র কন্যাদের তোষণ–পোষণ নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সবাই। পাশাপাশি ফিল্মি পারিবারিক ব্যাকগ্রাউন্ডের বাইরে সাধারণ পরিবার থেকে আসা উঠতি মেধাবী অভিনেতা অভিনেত্রীদের প্রতি প্রভাবশালী প্রযোজক পরিচালকদের উন্নাসিক মনোভাব ও আচরণ, অবহেলা, বঞ্চনার নির্মম চিত্র ফুটে উঠেছে। যার নিন্দা করেছেন সংশ্লিষ্ট সবাই।
কিন্তু এতো কিছুর পরও বলিউডে তারকা পরিবারের সন্তানদের প্রভাব, প্রতিপত্তি রয়ে গেছে। এই সময়ে বলিউডে নতুন প্রজন্মের নায়িকাদের কাতারে নানাভাবে সবার আলাদা মনোযোগ আকর্ষণ করেছেন তিন তারকা কন্যা। আপন যোগ্যতা, মেধা, অভিনীত সিনেমার তালিকা এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও তাদের অবস্থানের উজ্জ্বলতা খুব সহজেই চোখে পড়ছে ইদানিং।
প্রথমেই বলিউডের নবাব খান্দানের কন্যা সারা আলি খানের কথা বলা যাক। অভিনেতা সাইফ আলি খান–অভিনেত্রী অমৃতা সিং দম্পতির মেয়ে এবং শর্মিলা ঠাকুরের নাতনি সারা বাবা–মা ও দাদির পথ অনুসরণ করে হিন্দি চলচ্চিত্রের অঙ্গনে পা রেখেছেন আরো আগেই। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছে অভিনেত্রী হিসেবে। রোমান্টিক ট্র্যাজেডি ধাঁচের এ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হন ২৫ বছর বয়সী এই তারকা কন্যা।
পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা সারাকে বলিউডে টেনে এনেছে। পড়াশোনা করেছেন আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে। বাবা প্রখ্যাত অভিনেতা সাইফ আলি খান মেয়ের চলচ্চিত্রের আসাটাকে সমর্থন দিয়েছেন। মা অমৃতা সিংও সারাকে গাইড করেছেন নানাভাবে। অভিনেত্রী হিসেবে নিজের সম্ভাবনার প্রকাশ ঘটিয়েছেন প্রথম অভিনীত ছবিতেই। বিখ্যাত ‘হ্যালো’ ম্যাগাজিন মা অমৃতা সিং এর সঙ্গে ছবি ছাপা হওয়ার পর সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করেন। এরপর থেকে বলিউড থেকে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে সারার কাছে। দ্বিতীয় অভিনীত ছবি ‘সিম্বা’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করায় তার অবস্থান অনেকটা শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। এ বছরের প্রথম দিকে কার্তিক আরায়ানের বিপরীতে রোমান্টিক সিনেমা ‘লাভ আজকাল টু’তে দেখা গেছে তাকে।
এ ছবিতে তার অতি নাটকেপনা দর্শকদের বিরক্ত করলেও তার শারীরিক সৌন্দর্য এবং গ্ল্যামারাস পর্দা উপস্থিতি কারো কারো মনে শিহরণ তুলেছে। একসঙ্গে অভিনয় করতে গিয়ে নায়ক কার্তিক আরায়ানের সঙ্গে ঘনিষ্ঠতা হলেও হালে তা ঘুচে গেছে। সারা আলি খান অভিনীত কুলি নাম্বার ওয়ান ছবিটি এখন মুক্তি প্রতীক্ষায় রয়েছে। কমেডি ধাঁচের এ ছবিতে সারার নায়ক বরন ধাওয়ান। তার অভিনীত আরেকটি নতুন ছবি ‘আতরাঙ্গি রে’র কাজ বর্তমানে বন্ধ রয়েছে করোনা পরিস্থিতিতে। এ ছবিতে দ্বৈত চরিত্রে সারাকে দেখা যাবে অক্ষয় কুমার ও দক্ষিণী তারকা অভিনেতা ধানুশের বিপরীতে। বর্তমানে করোনা পরিস্থিতিতে নতুন সিনেমা মুক্তি ও নির্মাণের কাজ বন্ধ থাকায় সব তারকার ক্যারিয়ারে এক ধরনের ভাটা চলছে। এ রকম পরিস্থিতি না থাকলে সারার ক্যারিয়ার এ বছরেই আরো বেশ অনেকটাই এগিয়ে যেত নির্দ্বিধায় বলা যায়।
এরপর জাহ্নবি কাপুরের প্রসঙ্গের অবতারণা করা যায়। হিন্দি চলচ্চিত্রে একসময়ে দাপটের সঙ্গে রাজত্ব করা শীর্ষ তারকা অভিনেত্রী শ্রীদেবী ও প্রখ্যাত চিত্র প্রযোজক বনি কাপুর দম্পতির কন্যা জাহ্নবির বলিউডে অভিষেক হয়েছে ২০১৮ সালে ‘ধাড়াক’ ছবির মাধ্যমে। জনপ্রিয় মারাঠি রোমান্টিক ছবির হিন্দি রিমেক এ ছবিতে আরেক নতুন মুখ অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান খাট্টারেব বিপরীতে জাহ্নবির অভিনয় দর্শকদের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছে। ২৩ বছর বয়সী এই তারকা কন্যা বলিউডে নিজেকে ভালোভাবেই প্রতিষ্ঠিত করতে চাইছেন। মা বিখ্যাত অভিনেত্রী হিসেবে বলিউডে রাজত্ব করেছেন অনেকদিন। তার সন্তান হিসেবে জাহ্নবির নিজেকে সেভাবে এগিয়ে নিতে চান। মায়ের আকস্মিক মৃত্যু তাকে কিছুটা থমকে দিলেও থামিয়ে দিতে পারেনি। হালে মুক্তি পেয়েছে জাহ্নবির নতুন সিনেমা ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল। বায়োপিক ধাঁচের এ ছবিতে তাকে একজন বিমান সেনার ভ‚মিকায় দেখা গেছে। সিনেমা হলে মুক্তি না পেলেও অনলাইন স্ট্রিমিং সাইটে ইতিমধ্যে অনেক দর্শক জাহ্নবিকে দেখেছেন একজন নারী পাইলটের ভ‚মিকায়। ইতিমধ্যে তার আরো একটি নতুন সিনেমা ‘রুহি আফজানা’ মুক্তির মিছিলে চলে এসেছে। ‘দোস্তানা টু’ ছবিতে কার্তিক আরায়নের সঙ্গে তাকে নায়িকার চরিত্রে দেখা যাবে। সব মিলিয়ে বলিউডে নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে নিজের ক্যারিয়ার জমিয়ে ফেলেছেন এই তারকা কন্যা।
নতুন প্রজন্মের নায়িকাদের দৌড়ে আরেক তারকা কন্যা অনন্যা পান্ডেও অনেকটা এগিয়ে আছেন। এক সময়ের নায়ক এবং আজকের কমেডি অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যার বলিউডে অভিষেক হয়েছে ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মাধ্যমে। বলিউডের একজন প্রভাবশালী প্রযোজক করন জোহরের হাত ধরে রুপালি পর্দায় তার আগমন ঘটেছে। প্রথম অভিনীত সিনেমায় বাজিমাত করেছেন সুন্দরী সম্ভাবনাময় এই তারকা কন্যা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে টাইগার স্রফের বিপরীতে রোমান্টিক নায়িকা হিসেবে অনন্যার পারফর্মেন্সে চমক ছিল। বছরের সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন অনন্যা। সুন্দরী স্মার্ট, প্রাণবন্ত, হাসিখুশি তরুণী হিসেবে হিন্দি সিনেমার দর্শক তাকে সাদরে গ্রহণ করেছে। গত বছর অনন্যার আরেকটি সিনেমা ‘পতি পত্নী আউর ওহ’ মুক্তি পেয়ে বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে। এ ছবিতে কার্তিক আরায়ান ও ভ‚মি পেডনেকারের সঙ্গে পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন।
অনন্যা অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা সফলভাবে তুলে ধরেছেন অনন্যা অভিনীত দুটি ছবিতেই। তার অভিনীত আরেকটি নতুন সিনেমা ‘খালি পিলি’ এ বছরেই মুক্তি পাবে। এখানে অনন্যার নায়ক ইশান খাট্টার। ওদিকে হলিউডের সাড়া জাগানো কমেডি রোমান্টিক সিনেমা ‘ইনটার্ন’ এর হিন্দি রিমেক হচ্ছে বলিউডে। দীপিকা পাডুকোন ছবিটি প্রযোজনা করবেন এবং একটি প্রধান চরিত্রে অভিনয় করবেন। শকুন বাত্রা পরিচালিত নাম ঠিক না হওয়া হলিউডি রিমেক হিন্দি ছবিটিতে রোমান্টিক নায়িকা চরিত্রে অনন্যা পান্ডে অভিনয় করছেন। বর্তমানে করোনাজনিত উদ্ভত পরিস্থিতিতে এ ছবির কাজ থেমে আছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ বছরেই অনন্যার ক্যারিয়ার আরো জমজমাট হয়ে উঠত। কারণ বলিউডে নতুন প্রজন্মের চাহিদা সম্পন্ন তারকা হিসেবে তাকে ভাবতে শুরু করেছেন অনেক নির্মাতাই। একজন তারকা কন্যা হিসেবে নয়, নিজ যোগ্যতাগুণেই তরতর করে এগিয়ে যাচ্ছেন অনন্যা।
Comment Heare
সদ্যপাওয়া
ফিচার

ডাকবাক্স এখন কালের সাক্ষী
শহর কিংবা মফস্বলে ডাক বাক্সগুলোর কচিৎ দেখা মিলে। মফস্বলে বড় কোন বটগাছে সেঁটে থাকা কিংবা শহরে রাস্তার পাশে সটান দাঁড়িয়ে থাকা মানুষ সমান লাল রংয়ের ডাকবাক্সগুলো কার্যত এখন অচল। পোস্টম্যানও নেই, নেই চিঠিও। কেউ এখন চিঠি লিখে না। চিঠি লেখার […]
স্বাস্থ্য

মস্তিষ্কের জন্য কলা ভালো
কলা কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। পুষ্টিবিজ্ঞানে কলার উপকারী দিকগুলো বহু আগেই চিহ্নিত করা হয়েছে। সেইসব তথ্য নিয়েই এই আয়োজন। মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী কলা। কলা ট্রিপ্টোফান সমৃদ্ধ যা সেরোটোনিনয়ের কাজ করে। মস্তিষ্কে সেরোটোনিনয়ের অভাবে হতাশার […]
মতামত

সংকটে মার্কেটিং: বাজারে অবস্থান গ্রহণ
(গত সংখ্যার পর) অবস্থান গ্রহণের সবচেয়ে ভালো সুপারিশ করেছেন Al Rises Jack Tour । তাঁরা তিনটি কৌশলের কথা সুপারিশ করেছেন। এর প্রথমটি হচ্ছে কোম্পানির মূল শক্তিটিকে মানুষের সামনে উদ্ভাসিত করা এবং সেটাকেই আরো শক্তিশালীকরণের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেয়া। […]
নামাজের সময়
ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:১১ অপরাহ্ণ |
আছর | বিকাল ৩:১৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ অপরাহ্ণ |
এশা | রাত ৭:০০ অপরাহ্ণ |
ইতিহাস ঐতিহ্য

না’গঞ্জে মসজিদের ভেতরে মসজিদ
৫৩৮ বছরের পুরনো এক গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায়। স্থানীয়রা একে জিনের মসজিদ হিসেবে আখ্যায়িত করে থাকেন। কেউবা বলেন গায়েবী মসজিদ। তবে মসজিদটি মন্ডলপাড়া জামে মসজিদের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরেই রয়েছে লোকচক্ষুর অন্তরালে। এই মসজিদটি নির্মিত হয়েছিল […]
পুরনো সংখ্যা
তথ্য-প্রযুক্তি

ফেসবুকের নতুন ভার্সনে যেসব সুবিধা
ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য পুরোনো সেই ক্ল্যাসিকাল রুপ বদলে আধুনিক নতুন ডিজাইনে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইতোমধ্যে কম্পিউটার থেকে ফেসবুকে লগিইন করলেই ভেসে উঠছে ক্ল্যাসিক সংস্করণের বিদায়ের বার্তা। চলতি সেপ্টেম্বর থেকেই সব ব্যবহারকারীকে ফেসবুকের নতুন […]
সকল জেলা
নারী-শিশু

বদলে যাওয়া ভুবনে টলমল শিশুরা
এই বছরই স্কুল শুরু হয়েছিল সাফিরের, ঢাকার মিরপুরের চারুপাঠ হাতেখড়ি স্কুলের প্লে-গ্রুপে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শিক্ষক আর বন্ধুদের সঙ্গে সখ্য গড়ে উঠতে না উঠতেই মহামারীর ছোবলে এখন ঘরবন্দি শিশুটি। শুরুতে বোঝানো গেলেও এখন সামলানো কঠিন হয়ে পড়েছে বলে […]







অর্থ বাণিজ্য

আল-আরাফাহ্’র টাকা মেরে দিয়েছেন অনেকেই
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াত চক্রের অনেকেই গা ঢাকা দিয়েছেন। জাল দলিলের মাধ্যমে মর্টগেজ (বন্ধক) দিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণের কমিশন নিয়ে কেউ কেউ চলে গেছেন বিদেশে। এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত অনেক কর্মকর্তাও চাকরি ছেড়ে বিদেশে পালানোর চেষ্টায় রয়েছেন […]
বিজ্ঞাপন

প্রবাস

ভিসার মেয়াদ নিয়ে উদ্বিগ্ন সৌদি প্রবাসীরা
সৌদি ইকামা-ভিসা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। চাকরি বাঁচাতে মরিয়া প্রবাসীরা মঙ্গলবার মন্ত্রণালয় ও কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন। এদিকে প্রবাসীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরের মহাপরিচালক জানান, ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। ঘোষণার দিয়েও সৌদি আরব কেন ইকামার […]
Leave a Reply
You must be logged in to post a comment.