সংবাদ
এনায়েতনগর ৪নং ওয়ার্ড আ’লীগের কাউন্সিল সম্পন্ন
এনায়েতনগর ইউনিয়ন বৃহত্তর ২নং ওয়ার্ড অন্তর্গত ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৮ নভেম্বর বাদ আসর মধ্য ধর্মগঞ্জ ডালডা কলোনী মাঠে অনুষ্ঠিত হয়েছে। এনায়েতনগর ইউনিয়ন বৃহত্তর ২নং ওয়ার্ডের সহ- সভাপতি ডাঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন পাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলী, সম্মেলন উদ্বোধন করেন সিনিয়র সহ-সভাপতি হাজী আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, বন ও পরিবেশ সম্পাদক মোঃ মাহবুবুল হক মাসুদ, যুব ও ক্রীড়া সম্পাদক রমিজ উদ্দীন ঢালী, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক মাষ্টার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের মহিলা বিষয় সম্পাদক নাসিমা আক্তার বিউটি, সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, সহ-দপ্তর সম্পাদক হাজী রাজিব হোসেন মিঠু, ফতুল্লা থানা কৃষক লীগের সভাপতি আবু হানিফ, আওয়ামী লীগ নেতা ইউসুফ মল্লিক, মাহমুদুল হাসান স্বপন, হাজী মতিউর রহমান, বাবুল আজাদ, জাহাঙ্গীর আলম জুয়েল, আবদুল বাতেন মেম্বার, সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে খলিল কন্ট্রাক্টর ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পেয়েছেন ৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সিরাজ উদ্দীন জনি পেয়েছেন ১০৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম কোহিনুর পেয়েছেন ৫৪ ভোট।