সংবাদ
এসএসসিতে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের সাফল্য
বন্দরের মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় শহর ও বন্দর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান তিনি তার ব্যক্তিগত অর্থায়নে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং ভাষা সৈনিক ও তার মা নাগিনা জোহার স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই অত্র বিদ্যালয়ের নাম নাগিনা জোহা উচ্চ বিদ্যালয় রাখা হয়। ৬ তলা বিশিষ্ট স্কুল ভবনের ৪তলার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে এবং শিক্ষা কার্যক্রম দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে। এদিকে সোমবার সমগ্র দেশব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অত্র স্কুল থেকে এবছরের এসএসসি পরীক্ষায় ৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২টি গোল্ডেন জিপিএ-৫, ৩৫টি এ গ্রেড সহ ৯৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং পাশের হার ৯৭% বলে জানিয়েছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাপ হোসেন ভূঁইয়া ও প্রধান শিক্ষক বদিউল আলম।