সংবাদ
কবি জীবনানন্দ পুরস্কার পাচ্ছেন কবি আরিফ নজরুল
প্রেস বিজ্ঞপ্তি
রূপসী বাংলার কবি জীবনানন্দের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবিতা পরিষদ, বরিশাল ৫ম বারের মতো আয়োজন করেছে জীবনানন্দ মেলা ২০২২। প্রতিবছরের ন্যায় এবারও দেশের খ্যাতিমান কয়েকজন গুণী লেখককে কবি জীবনানন্দ দাশের নামে প্রবর্তিত কবি জীবনানন্দ পুরস্কার ২০২২ প্রদান করা হবে। আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০২২ এ মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র নগরপিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এবছর প্রকাশনায় কবি জীবনানন্দ পুরস্কার পাচ্ছেনÑপ্রকাশনা প্রতিষ্ঠান বাঙালির কর্ণধার কবি আরিফ নজরুল । এছাড়াও আরও যারা এ পুরস্কার পাচ্ছেনÑ অর্ণব আশিক [কবিতায়], তপন বাগচী [সামগ্রিক সাহিত্যে], মনি হায়দার [কথাসাহিত্যে] ও