সংবাদ
কাবা প্রাঙ্গণে মুসল্লিদের উপহার বিতরণ
মুসল্লি ও ওমরাহযাত্রীদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে পবিত্র মসজিদুল হারামে।
মুলত, তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবামূলক মনোভাব তৈরি করতে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে উপহার বিতরণের এ কর্মসূচি পালিত হয়। উপহার হিসেবে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, মিসওয়াক, ছাতা, খেজুর, শুকনো খাবারসহ বিভিন্ন সামাগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২২ নভেম্বর) এই উপহার বস্পথাঙ্র্বেকরা হয়। এর পূর্বে তরুণ স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা জানিয়েছেন সাতাম উবাইদ আল-উসাইমি, স্বেচ্ছাসেবা ও সমন্বয় বিভাগের প্রধান সামির বিন মুহাম্মদ আল-রাজিজা ও ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান পরিচালক মুয়াজ বিন ইবরাহিম আল-জুনদুল।
ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিলের পরিচালক আল-জুনদুল বলেছেন, ‘তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত হলে তারা তাদের সময়ের সঠিক ব্যবহার শিখতে পারে এবং তাদের মধ্যে নেতৃত্বচর্চা ও দক্ষতার বিকাশ ঘটে। আর তরুণরাই যেকোনো কাজ সাফল্যের রহস্য। ’
সূত্র : হারামাইন ওয়েবসাইট