সংবাদ
কাশিপুরের আদর্শনগরে আরিফ ও কাইল্যা সোহেলের অবৈধ মেলা
কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের আদর্শনগর এলাকায় ফিটিংবাজ আরিফ ও কাইল্যা সোহেলের নেতৃত্বে চলছে অবৈধ মেলা। রবিবার ১৩ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকটি দোকান ও নৌকার চড়ক বসিয়ে এ মেলা চলছে।
জানা গেছে, এলাকার ফিটিংবাজ আরিফ ও কাইল্যা সোহেল এ অবৈধ মেলা পরিচালনা করে আসছে। মেলায় রাতে জুয়া ও গাঁজার আসর বসে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে এলাকার ভেতরে মেলা বসানো হয়েছে। মেলায় আগতদের কোন নিরাপত্তা নেই। ডিসেম্বরে বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকে, আর এ মেলায় উচ্চ শব্দের কারণে সন্ধ্যায় শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হয়। রাস্তা দিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। মেলা বসিয়ে বিক্রেতাদের সাথে রাতে জুয়ার আড্ডা বসে। আর আসর নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়াও কিশোর গ্যাংদের উৎপাতে এলাকায় নারীদের চলাচলে বিঘœ ঘটছে। মেলা বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার বলে তারা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের আদর্শনগর এলাকার সোহেল ওরফে কাইল্যা সোহেল আগে মাদক ব্যবসা করতো। এখন করে কিনা জানি না।
এ অবৈধ মেলা বিষয়ে সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই। এলাকার ছোট ভাই আরিফ ওরা এ মেলার আয়োজন করেছে।
এ অবৈধ মেলা বিষয়ে আরিফ বলেন, বিষয়টি আমি জানি না। এলাকার ছোট ভাইয়েরা হয়তো দিতে পারে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ রিজাউল হক দিপু বলেন, এ বিষয়ে আমার জানা নেই।