সংবাদ
কুষ্টিয়ায় জোড়া খুনের আসামি গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে চাঞ্চল্যকর জোড়া খুনের মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি নয়ন গ্রেপ্তার হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কার্যালয়ে ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডারমোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস ব্রিফিং-এ এই তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিং-এ তিনি জানান, গত ২০১৬ সালের ২৫ এপ্রিল রাত সাড়ে ৮টার সময় মসজিদ হতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় দুর্বৃত্তরা অতর্কিত আক্রমণ চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মুজিবর রহমান মাস্টার ও তার ভাই মিজানুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। ভিকটিমদের ৭ম শ্রেণিতে পড়ুয়া নাতনীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এলাকার বখাটে কিশোর মো. আরিফুল ইসলাম এবং তার আত্মীয়-স্বজন কর্তৃক তারা নির্মমভাবে হত্যার শিকার হন।
এ ঘটনায় নিহতের ছেলে জাহারুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরদিন ২৬ এপ্রিল ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-১৭। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার শেষে ২০১৯ সালের ১ ডিসেম্বর কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ওই গ্রেপ্তারকৃত আসামি নয়ন শেখসহ ৪ জন আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, ৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে অর্থদন্ড, অনাদায়ে অতিরিক্ত ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১ জন আসামিকে ১০ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া র্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রাজশাহী জেলার বাঘা উপজেলার পলাশী গ্রাম হতে মো. নয়ন শেখকে গ্রেপ্তার করে। সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের মো. নজরুল শেখের পুত্র।