সংবাদ দেখার জন্য ধন্যবাদ

কয়েকটি কবিতা
উপলব্ধির ছয় লাইন
রেজাউদ্দিন স্টালিন
একদিন আমি থাকবো না তুমি জানো,
একদিন তুমি থাকবে না আমি জানি।
থাকবে না নীল আকাশের উদ্যানও।
কোনোমতে টানি জীবনের যত গ্লানি।
না থাকার কথা মনে পড়লেই চুপ
হাজার প্রাপ্তি যেনো ভস্মস্তূপ।
আলোর বিপরীত
মাহফুজা অনন্যা
খোলা সংবাদে উড়ছে দামোক্লিসের স্থির তলোয়ার
আসমানি কেতাবগুলো পঙ্গপালের মতো রঙ ছড়াচ্ছে,
মানুষের চোখের আলো বিকিরিত হয় না,
বরং আলোর বিপরীতে তারা প্রত্যেকেই স্ববিরোধের খনি…
সেই অতলান্ত খনির গভীরে হেলমেট পরিহিত ক্ষমতাকে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়ে যাচ্ছে এক অদৃশ্য শক্তি
জলের নিচ দিয়ে যেমন পালিয়ে যায় অদৃশ্য কাছিম…
সম্পর্কের ব্যবচ্ছেদ
মোশাররফ মাতুব্বর
মৃত্যু নিবন্ধন হয়ে গেলে সম্পর্কের খেড়োপাতা ভেসে ওঠে
ষ্টেশন ছেড়ে যাওয়া ট্রেনের হুইসেল রাতের স্তব্ধতার ইতি টানে
পূজার শেষে রক্ত জবা বিচ্ছিন্নভাবে পূজারীরাই ছাঁটে
তবে তুমি কোন সম্পর্কের কথা বলবে,
নিজের বাইরে কে কতটা মানে।
নিজের অপরাগতা নিয়ে আত্মহত্যা করা যায় না,
সম্পর্কে ঘুণ ধরে গেলে বেদ বমি হয় আঁচিলের ধারে
বিশ্বাসের আয়না ভেঙে দিয়ে নিজেকে দেখার বায়না
হৃৎপিণ্ড কেটে হাতে তুলে দিয়ে বলো কে আর মারে।
পাখিমন
রাশেদ রেহমান
বারান্দা ভর্তি যে আকাশ আমার,
সে আমার ইচ্ছাবিরুদ্ধ স্বাধীনতা।
ডানাভাঙা সামর্থ্য গুলো প্ররোচিত প্রলম্বিত করে।
স্বপ্নভঙ্গ হয় বারংবার!
তবুও অযাচিত সাধ্যহীন সাধ আমার ওড়ার!
সারাক্ষণ পাখিমন। উড়াল উড়াল ঢেউ।
কেন! গণতন্ত্রহীন পালকবিহীন সচ্ছলতা আমার।
কে বলল-ডানা ছিলনা মানুষের!
ডানাওয়ালারাই হত্যা করে মানুষ, মানবিকতা।
পথ হেঁটে হেঁটে যে হেলান দেয়া শহর,
তার চাতাল খুঁড়েই পৃথিবী বানাবো!
ছাদ তুলে দিবো আকাশ।
এক চিলতে মেঘ হয়েই উড়তে চাই।
প্রতিজ্ঞা প্রতীক্ষা উড়বোই।
আকাশ লীনা
নুসরাত সুলতানা
সাদা মেঘ আর নীলাকাশ
কতটা একে অন্যের?
কাশফুল আর বিমুগ্ধ দর্শকের মুগ্ধ চোখ;
যতটা একে অপরের,
আমরা কি ততটা পেরেছি হতে
পরস্পরের?
শিউলি, চাঁদ আর কাশফুল
শরতকে যেমন করেছে রুপালি পরী
আমিও তো চেয়েছি
আকাশী নীল শাড়ি
সাদা চুড়ি, সাদা টিপ
আর রুপোর নূূপুর পরে
আকাশ লীনা হতে
শুধু অভাব ছিল;
একজোড়া বিমুগ্ধ চোখের!
অন্ধকার
দিপন দেবনাথ
যে কটা দিন আমার রাত হয়ে এসেছে
সে কটা রাত যদি দিন হয়ে ফিরতো, তবে
জীবন আলোর বিভীষিকায় ভরে যেতো!
রাতের অভ্যস্ততার আমি প্রেমে ডুবে গেছি
ডুবে গিয়ে ভেসে আছি আঁধার কালোয়
আমি অন্ধকার ভালোবাসি, বড় বেশি
কারণ আমি প্রতিবিম্বে আঁৎকে উঠি, ছায়া
পিছু পিছু হেঁটে আমায় স্মরণ করিয়ে দেয়
আমি বেঁচে আছি, হেঁটে চলেছি অন্তিম দিশায়
আমার মস্তিষ্ক জুড়ে স্পষ্ট হয়ে উঠে সীমারেখা
যত চেনা মুখ পরিচিত হাসি ভেসে আসে পাশে
করুণ কণ্ঠ হয়ে চিৎকারে ফেটে পড়ে আলোয়
আমি প্রার্থনা করি, ফিরে পেতে ঘন অন্ধকার
আঁধার আমায় মহাশূন্যে আশ্রয় পেতে দেয়
আমি নিরুদ্দেশ হয়ে যাই শ্বাস নিতে নিতে
তাইতো আমার রাত দিন হয়ে ফিরে আসে না।
Comment Heare
সদ্যপাওয়া
ফিচার

ডাকবাক্স এখন কালের সাক্ষী
শহর কিংবা মফস্বলে ডাক বাক্সগুলোর কচিৎ দেখা মিলে। মফস্বলে বড় কোন বটগাছে সেঁটে থাকা কিংবা শহরে রাস্তার পাশে সটান দাঁড়িয়ে থাকা মানুষ সমান লাল রংয়ের ডাকবাক্সগুলো কার্যত এখন অচল। পোস্টম্যানও নেই, নেই চিঠিও। কেউ এখন চিঠি লিখে না। চিঠি লেখার […]
স্বাস্থ্য

মস্তিষ্কের জন্য কলা ভালো
কলা কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। পুষ্টিবিজ্ঞানে কলার উপকারী দিকগুলো বহু আগেই চিহ্নিত করা হয়েছে। সেইসব তথ্য নিয়েই এই আয়োজন। মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী কলা। কলা ট্রিপ্টোফান সমৃদ্ধ যা সেরোটোনিনয়ের কাজ করে। মস্তিষ্কে সেরোটোনিনয়ের অভাবে হতাশার […]
মতামত

সংকটে মার্কেটিং: বাজারে অবস্থান গ্রহণ
(গত সংখ্যার পর) অবস্থান গ্রহণের সবচেয়ে ভালো সুপারিশ করেছেন Al Rises Jack Tour । তাঁরা তিনটি কৌশলের কথা সুপারিশ করেছেন। এর প্রথমটি হচ্ছে কোম্পানির মূল শক্তিটিকে মানুষের সামনে উদ্ভাসিত করা এবং সেটাকেই আরো শক্তিশালীকরণের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেয়া। […]
নামাজের সময়
ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:১১ অপরাহ্ণ |
আছর | বিকাল ৩:১৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ অপরাহ্ণ |
এশা | রাত ৭:০০ অপরাহ্ণ |
ইতিহাস ঐতিহ্য

না’গঞ্জে মসজিদের ভেতরে মসজিদ
৫৩৮ বছরের পুরনো এক গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায়। স্থানীয়রা একে জিনের মসজিদ হিসেবে আখ্যায়িত করে থাকেন। কেউবা বলেন গায়েবী মসজিদ। তবে মসজিদটি মন্ডলপাড়া জামে মসজিদের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরেই রয়েছে লোকচক্ষুর অন্তরালে। এই মসজিদটি নির্মিত হয়েছিল […]
পুরনো সংখ্যা
তথ্য-প্রযুক্তি

ফেসবুকের নতুন ভার্সনে যেসব সুবিধা
ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য পুরোনো সেই ক্ল্যাসিকাল রুপ বদলে আধুনিক নতুন ডিজাইনে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইতোমধ্যে কম্পিউটার থেকে ফেসবুকে লগিইন করলেই ভেসে উঠছে ক্ল্যাসিক সংস্করণের বিদায়ের বার্তা। চলতি সেপ্টেম্বর থেকেই সব ব্যবহারকারীকে ফেসবুকের নতুন […]
সকল জেলা
নারী-শিশু

বদলে যাওয়া ভুবনে টলমল শিশুরা
এই বছরই স্কুল শুরু হয়েছিল সাফিরের, ঢাকার মিরপুরের চারুপাঠ হাতেখড়ি স্কুলের প্লে-গ্রুপে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শিক্ষক আর বন্ধুদের সঙ্গে সখ্য গড়ে উঠতে না উঠতেই মহামারীর ছোবলে এখন ঘরবন্দি শিশুটি। শুরুতে বোঝানো গেলেও এখন সামলানো কঠিন হয়ে পড়েছে বলে […]







অর্থ বাণিজ্য

আল-আরাফাহ্’র টাকা মেরে দিয়েছেন অনেকেই
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াত চক্রের অনেকেই গা ঢাকা দিয়েছেন। জাল দলিলের মাধ্যমে মর্টগেজ (বন্ধক) দিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণের কমিশন নিয়ে কেউ কেউ চলে গেছেন বিদেশে। এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত অনেক কর্মকর্তাও চাকরি ছেড়ে বিদেশে পালানোর চেষ্টায় রয়েছেন […]
বিজ্ঞাপন

প্রবাস

ভিসার মেয়াদ নিয়ে উদ্বিগ্ন সৌদি প্রবাসীরা
সৌদি ইকামা-ভিসা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। চাকরি বাঁচাতে মরিয়া প্রবাসীরা মঙ্গলবার মন্ত্রণালয় ও কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন। এদিকে প্রবাসীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরের মহাপরিচালক জানান, ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। ঘোষণার দিয়েও সৌদি আরব কেন ইকামার […]
Leave a Reply
You must be logged in to post a comment.