সংবাদ
গনধর্ষণকারী গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি
বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে একজন গার্মেন্টস কর্মীকে ৮জন মিলে গনধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার( ১৮অক্টোবর) রাতে বন্দর ইউনিয়নস্থ বালুচর এলাকায় ওই গনধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক জাহিদ (২৬)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত লম্পট জাহিদ বন্দর ইউনিয়নের কলাবাগ এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে। পুলিশ ভূক্তভোগী ধর্ষিতা গার্মেন্টস কর্মীকে চিকিৎসা প্রদানের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ,বন্দর ইউনিয়ন কলাবাগ এলাকার দ্বীন ইসলামের ছেলে জাহিদ ও আমি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে কাজ করি। সে সুবাদে আমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৬অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে জাহিদ ও আমি এক সাথে বন্দর খেয়াঘাট পার হই। জাহিদ আমাকে বালুচর পার্কে লাচ্ছি খাওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে প্রথমে জোরপূর্বক ধর্ষন করে। পরে সেখানে আগে থেকেই অপেক্ষা থাকা জাহিদের সহযোগী ৮ জন মিলে হত্যার ভয় দেখিয়ে আটকে রেখে পালাক্রমে পর্যায়ক্রমে গনধর্ষণ করেন। এবং কাউকে কিছু বললে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ ঘটনায় বন্দর থানা ওসি তদন্ত আবু বকর ছিদ্দিক জানান,গনধর্ষনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এবং তাকে নিয়ে বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।