সংবাদ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গোপালগঞ্জ প্রতিনিধি
শুক্রবার ৭ অক্টোবর সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী কোচ ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান টুঙ্গিপাড়ায় সড়ক পথে আগমন উপলক্ষে ডিউটিরত ২ পুলিশ সদস্যকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়ে।
এতে ২ পুলিশ সদস্যসহ ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অন্তত ৪০ জন। গাড়িটি চুর্নবিচুর্ন হয়ে যায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যেয়ে আহত নিহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।