সংবাদ
গোপালদী পৌরসভা বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালদী পৌরসভা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, বিশেষ অতিথি আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া।
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ছাত্রদলনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এ কর্মসূচির পালন করেন গোপালদী পৌর বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল দশটায় গোপালদী পৌরসভায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
গোপালদী পৌর বিএনপির সভাপতি সামসুল হক মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিলনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, শফি উদ্দিন শফু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, এড. কামাল হোসেন মোল্লা, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, গোপালদী পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি ফজলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কবি আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক গুলজার কমিশনার, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওসমান গনি, বিএনপি নেতা আবুল কালাম, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, গোপালদী পৌর যুবদল নেতা রুহুল আমিন মোল্লা, গোপালদী পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক, সদস্য সচিব কাদির মোল্লা, জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক রাজিব হাসান, গোপালদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব মো. শাহ্ আলম, গোপালদী শ্রমিক দলের আহ্বায়ক শওকত আলী, ছাত্রদল নেতা ইসমাইল অপু, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার সুমন, যুগ্ম আহ্বায়ক সোহাগ মোল্লা, সালাউদ্দিন মিয়া, ইমরান হোসেন ভূঁইয়া প্রমুখ।