সংবাদ
চাষাড়ায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ
১৮ নভেম্বর নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে এর আগে আগামী ১৫ নভেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করবে দলটি। রবিবার ১৩ নভেম্বর বিকেলে রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে নেতারা বলেন, এই মুহূর্তে অবৈধ ক্ষমতাসীন সরকারের পতন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর- এই দুটি বিষয়কে সামনে রেখে ঐকমত্যের ভিত্তিতে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে হবে। এমন একটি শাসন কাঠামো তৈরি করতে হবে যাতে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। ঐক্যমত প্রতিষ্ঠার বিষয়ে বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ।
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ। এর আগে বাংলাদেশ জাসদ এবং গণফোরামের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।