সংবাদ
চুসনী শাহীনের সতের বছরের কারাদন্ড
ফতুল্লা থানার দায়ের করা অস্ত্র মামলায় শাহীন ওরফে চুসনী শাহীন (৪৩) নামে একজনকে ১৭ বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের আদালত এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শাহীন ওরফে চুসনী শাহীন নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত মুনসুর কন্ট্রাক্টরের ছেলে। এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ অস্ত্র আইনের দুইটি ধারায় শাহীন ওরফে চোষনে শাহীনকে ১৭ বছরের কারাদন্ডে দন্ডিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল র্যাব-১১ ফতুল্লা এলাকা থেকে অভিযান চালিয়ে শাহীন ওরফে চুসনী শাহীনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ে করা হয়। সেই মামলার তদন্ত শেষে স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে অস্ত্র আইনের দুইটি ধারায় ১৭ বছরের কারাদন্ড প্রদান করেছেন।