সংবাদ

হযরত হাজী বাবা ছালেহ্ ইয়ামেনী (রঃ) এর ৫৪৪ তম ওফাত বর্ষ উপলক্ষে ৩ দিন ব্যাপী পবিত্র বাৎসরিক ওরশ মোবারক
ছালেহ্ বাবা ইয়ামেনী (রঃ) এর মাজার জিয়ারত আইভীর
বন্দর প্রতিনিধি
হযরত হাজী বাবা ছালেহ্ ইয়ামেনী (রঃ) এর ৫৪৪ তম ওফাত বর্ষ উপলক্ষে ৩ দিন ব্যাপী পবিত্র বাৎসরিক ওরশ মোবারক জাকজমক ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীসহ তার কর্মী সর্মথকরা উক্ত মাজার শরীফ জিয়ারত পূর্বক গিলাফ চড়ানোতে অংশ গ্রহন করেন।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, জাহাঙ্গীর আলম প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন, হযরত হাজীবাবা ছালেহ্ (রঃ) এর মাজার ও মসজিদ ওয়াকফ এস্টেট মোতওয়াল্লী মুহাম্মদ শামসুজ্জামান চিশতিসহ ২১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মিয়া, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ হান্নান সরকার, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হোসেন, ছালেহনগর পঞ্চায়েত’র সভাপতি মোঃ আলী রেজা রজ্জব প্রমূখ। বাদ আছর মেয়র’র পক্ষে রওজা শরীফে গিলাপ চড়ানো হয়। পরে মিলাদ শরীফ ও মুনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাত ১০টায় রওজা শরীফে গিলাপ চড়ানো, মিলাদ শরীফ ও মুনাজাত করা হয়। আজ ৩০ সেপ্টেম্বর বাদ ফজর আখেরী মুনাজাত ও তবারক বিতরণ এর মাধ্যমে হযরত হাজীবাবা ছালেহ্ ইয়ামেনী (রঃ) এর ৩ দিন ব্যাপী ৫৪৪ তম পবিত্র ওরশ মোবারক শেষ হবে।