সংবাদ
জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মালিপাড়া ব্রাহ্মন বাওগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও উদ্বোধক হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) উপস্থিত ছিলেন। উদ্বোধকের বক্তব্যে ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, ‘অল্প সময়ের নোটিশে আপনারা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সফল করতে মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমনিভাবে আপনারা গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সকাল ৮টার পূর্বে উপস্থিত হয়েছিলেন। সে সম্মেলনে আমি সভাপতি বা সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম না। আমি সোনারগাঁ আসনে এমপি পদপ্রার্থী। মনোনয়ন দিবেন জননেত্রী শেখ হাসিনা। তিনি যাকে নৌকার মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো। সে সম্মেলনে যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে, আওয়ামী লীগের কর্মীদেরকে যারা নাজেহাল করেছে, আমরা তাদেরকে চিহ্নিত করেছি এবং সময়মত তাদেরকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে মাঠে নেমে এসেছি এবং তার নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি’। এসময় বিশেষ অতিথি হিসেবে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, সাধারণ সম্পাদক সামসুদ্দিন খাঁন আবু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান স্বপন ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন উপস্থিত ছিলেন। জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন জাকুর সভাপতিত্বে, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সঞ্চালনায় ও জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়ার সার্বিক সহযোগিতায় এসময় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন আহমেদ রাশেদ, ফারুক ওমর, সামসুজ্জামান সামসু, এড. মোকলেছুর রহমান আমির, মাহমুদুল হাসান দুলাল, সোহেল সরকার, আশিফ আহম্মেদ আনিস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু ও দেওয়ান কামাল হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এফএইচ বাবু, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূঁইয়া, সাধারণ সম্পাদক সামসুল আলম, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান, অত্র জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।