সংবাদ
জি-২০ এর নতুন সভাপতি ভারত
ইন্দোনেশিয়ার বালিতে শেষ হয়েছে দুই দিনের জি-২০ শীর্ষ সম্মেলন। এরপর ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে জোটের সভাপতির দায়িত্ব তুলে দিয়েছে।
১ ডিসেম্বর থেকে জি-২০ দেশসমূহের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবে ভারত। নয়া দায়িত্ব হাতে পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই দায়িত্ব প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে গর্বের, সম্মানের।
জি-২০ শীর্ষ বৈঠকের সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আগামী সভাপতি বেছে নেওয়া হয় ভারতকে। এক বছর এই দায়িত্ব পালন করবে ভারত। ভারতেই বসবে আগামী জি-২০ বৈঠক।
জোটের শীর্ষ বৈঠকে অংশ নিতে বালিতে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের প্রভাবশালী দেশের নেতারা।
সভাপতির দায়িত্ব পাওয়ার পর মোদি বলেন, ভারতের লক্ষ্য হবে, জি ২০ দেশগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া। আগামী সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’ বা এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। এটি করতে ভারতের হাতিয়ার হবে ডিজিটাল প্রযুক্তি।
মহিলা নেতৃত্বাধীন উন্নয়নকে জি-২০ গোষ্ঠীর অন্যতম মানদণ্ড হিসাবে স্থির করার কথাও বালির সম্মেলন শেষে বলেন মোদী।
জি-২০ বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। ১৯৯৯ সালে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়। গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন।
২০২০ সালের হিসাবে এই গ্রুপের ২০ জন সদস্য- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেন এই জোটের স্থায়ী আমন্ত্রিত অতিথি।