সংবাদ
জেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন
ফতুল্লা প্রতিনিধি
আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের তালা প্রতীকের সদস্যপ্রার্থী জাহাঙ্গীর হোসেন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ফতুল্লা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করেন।
এসময় আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতীকে ভোট দেবার জন্য নিজের প্রচারণা চালান ফতুল্লা ইউনিয়ন পরিষদে জাহাঙ্গীর হোসেন। নির্বাচনী প্রচারণা শেষে জাহাঙ্গীর হোসেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিকট ভোট প্রার্থনা করে নির্বাচনী সালাম প্রদান করে দোয়া ও সমর্থন চান।
জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি সহ ফতুল্লার বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, আমাদের এমপি শামীম ওসমানের সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও সাদিয়া। আমরা আশা করি আমাদের নিকট ভোট চাইতে হবে না। তাদের উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা আছে তারা অবশ্যই বিজয়ী হবে। তবে জাহাঙ্গীর যদি বন্দর থেকে ১০-১৫টা ভোট নিয়ে আসতে পারে তাহলে তার জন্য আরো প্লাস পয়েন্ট হবে। এক্ষেত্রে আমাদের শাহ নিজাম যদি তাকে সহযোগিতা করে এবং তার সাথে বন্দর গিয়ে প্রচারণা থাকে তাহলে জাহাঙ্গীরের নির্বাচনে বিজয় ইনশাআল্লাহ হবে।