সংবাদ
ডজিটাল উদ্ভাবনী মেলায় চ্যাম্পিয়ন পল্লীবিদ্যুৎ সমিতি-১
নারায়ণগঞ্জে ২দিন ব্যাপী চলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেরা স্টল হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৮নভেম্বর মেলার সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এবারের মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৪৩টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে ৩টি স্টলকে সেরা ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রানী সম্পদ অফিস ও তৃতীয় হয়েছে শিক্ষা অফিস। সমাপনী অনুষ্ঠানে যুগ্মসচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর,প্রকল্প পরিচালক এটুআই প্রোগ্রাম ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ মেলায় অংশগ্রহণকারী সেরা স্টল অধিকারীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম শ ম মিজানুর রহমান,মদনপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী হেমায়েত হোসেন বিশ্বাস ,সোনারগা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী গোলাম আহম্মেদ,তারাবো পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন,বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম আশিকুর রহমান,সদর দপ্তরের এজিএম মোঃ বোরহান উদ্দিন,এজিএম আলফানুর-হিসাম,জুনিয়র ইঞ্জিনিয়ার আল আমিন,রাশেদুল আল হারুন,বিদ্যুৎ পরিদর্শক মুজিবুর রহমান প্রমূখ। ।