সংবাদ
ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি
রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। এতে ঢাকা-সিলেট মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানঝটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তির কবলে পড়ে দুরপাল্লার যাত্রীরা। সাথে দূর্ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। চাঁদাবাজদের হাত থেকে মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী। জানা যায়, দিনদিন বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা। নিয়মিত চাঁদাবাজির অংশ হিসেবে মহাসড়ক বেছে নিয়েছে তারা। সরকারী দলের পরিচয়ে একশ্রেনীর চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে এভাবে সড়ক দখলে নিয়ে চাঁদা আদায় করছে। পুলিশ ও প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় মহাসড়কে যত্রতত্র দোকান বসিয়ে প্রতিদিন আড়াই লাখ টাকা চাঁদা আদায় হচ্ছে বলে জানা গেছে। এ চাঁদাবাজিকে কেন্দ্র করে গত আড়াই বছর আগে জাকির হোসেন নামের এক চাঁদাবাজকে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকা ছিল যানঝটের নগরী। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা এখানে যানঝট লেগেই থাকতো। এতে চরম দুর্ভোগে পড়তে হতো যাত্রী ও পথচারীদের। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গাউছিয়ার যানঝট নিরসনে সাড়ে ৩’শ কোটি টাকা ব্যয়ে ভূলতা ফ্লাইওভার নির্মান করেছে। এতেও যানঝট কমছেনা। অধিকাংশ গাড়ী ফ্লাইওভার ব্যবহার না করে নীচ দিয়ে চলাচল করে। এদিকে ৮লেনের ঢাকা- সিলেট মহাসড়কের উভয়দিকে ৪ লেন দখলে নিয়েছে ফুটপাত ব্যবসায়ীরা। শুধু তাই নয় ফুটপাত ব্যবসায়ীরা ফল ও তরিতরকারীর উচ্ছৃষ্ট অংশ ফ্লাইওভারের পিলারের গোড়ায় ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করছে। এতে দুষিত হচ্ছে এলাকার পরিবেশ। ফুটপাত ব্যবসায়ীদের কারনে পথচারীরাও রাস্তা পারাপার হতে পারছেনা। এজন্য বিভিন্ন সময় দূর্ঘটনার স্বীকার হতে হয় পথচারীদের। ভূলতা পুলিশ ফাড়িঁর সামনে ঢাকা-সিলেট মহাসড়ক দখলে নিয়ে অবৈধ ফুটপাত বসিয়ে চাঁদাবাজিতে মেতে উঠেছে পুলিশ ও সরকার দলীয় লোকজন। মহাসড়কের যেখানে সেখানে দোকান বসিয়ে ইচ্ছেমত চাঁদাবাজি করছে তারা। প্রায় ৪ শতাধিক দোকান বসিয়ে দৈনিক আড়াই লাখ টাকা চাঁদা আদায় করছে বলে জানা গেছে। এতে মহাসড়কে যেমন তীব্র যানঝটের সৃষ্টি হচ্ছে তেমনি চাঁদাবাজিকে ঘিরে বাড়ছে সহিংসতা। এলাকায় বাড়ছে আতংক। শুধু ফুটপাত থেকেই মাসে ৭৫ লাখ টাকা স্থাণীয় যুবলীগ, ছাত্রলীগ ও ভূলতা পুলিশ ফাড়িঁর পকেটে যাচ্ছে। এত বিশাল অংকের চাঁদাবাজি নিয়ে উপজেলা ছাত্রলীগের সাথে ইউনিয়ন যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এতে হতাহতের ঘটনাও ঘটছে। গত আড়াই বছর আগে চাদাঁর টাকা ভাগাভাগি নিয়ে জাকির হোসেন নামের এক যুবলীগ নেতা খুন হয়। ভূলতা পুলিশ ফাড়িঁ চাঁদাবাজীতে জড়িত থাকায় ফুটপাত ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে বলে জানান এলাকাবাসী। এ ব্যপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, মহাসড়কে শীঘ্রই অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উৎখাত করা হবে। সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।