সংবাদ
দিনাজপুরে ৮ ছিনতাইকারি গ্রেপ্তার
দিনাজপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকের ৯ লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যেই ৮ ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর ১২টার দিকে তাদেরকে গ্রেপ্তারের সংবাদ নিশ্চিত করে প্রেস কনফান্সে করেছেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এই ছিনতাইকারিদের বিরুদ্ধে দ্রুত ট্যাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
ছিনতাইকারি গ্রুপ লিডার মাইদুল ইসলাম (মিঠুন) এর বিরুদ্ধে ছিনতাই, মাদক, মারামরিসহ ১১টি মামলা রয়েছে। দাবাতুল ইমলাম উজ্জ্বলের বিরুদ্ধে মাদক, ছিনতাই মারামারিসহ ৫টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দিনাজপুর পৌর এলাকার ১০নং ওয়ার্ডের বালুয়াডাঙ্গার অন্ধ হাফেজ মোড়ে দিনাজপুরের বিরল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট সাইদুর রহমানের নিকট ৯ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে তারা। পরবর্তীতে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে অভিযান চালিয়ে মাত্র তিনদিনের মধ্যেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত চাপাতি, স্কুল ব্যাগ, ছিনতাইকৃত ৭ লাখ দুই হাজার টাকা, মোবাইল, জুতা ও জামা কাপড় জব্দ করা হয়।