সংবাদ
দৈনিক খবর প্রতিদিনেরএক যুগপূর্তিতে সকল সাংবাদিককে এক হওয়ার আহবান
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল বলেছেন, চন্দন দা’কে দেখে অনেক কিছু শিখতে পারি, তার দুটি পা নাই; তবুও সে জীবন যুদ্ধে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আমাদের ১৪ দফা দাবি এই হাবিবুর রহমান বাদল ভাই তার পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিলেন। আমরা নেতা মানুষ, আমরা স্লোগান দিতে পারি; বড় বড় ব্যবসায়ীদের মতো কিছু দিতে পারি না। কিন্তু চন্দন দা যেখানে আছেন, সেখানে আর কিছু লাগে না। দৈনিক খবর প্রতিদিন পত্রিকার ১যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার এড. মোঃ নুরুল হুদা’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক রাজু আহমেদ। প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেন, আসুন আমরা সবাই মিলে নারায়ণগঞ্জকে সুন্দর করে তুলি। নারায়ণগঞ্জকে নিয়ে সকলের বিরূপ একটি ধারণা আছে, আমাদের সেই ধারণাটাকে পরিবর্তন করতে হবে। আসুন এখানে যারা সাংবাদিক আছেন, রাজনীতিবিদ আছেন; সকলে মিলে আমরা নারায়ণগঞ্জটাকে এগিয়ে নিয়ে যাই। আপনাদের দোয়ায় আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি, আর আমি যেমন চন্দন ছিলাম তেমনই থাকতে চাই। তিনি আরও বলেন, আপনারা আমাকে দিক-নির্দেশনা দিবেন, পরামর্শ দিবেন কোথায় কি করতে হবে; আমি আমার সাধ্যমতো সেই কাজটা করবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছে। তাই আমি আপনাদের সকলের কাছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করছি। দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস.এম ইকবাল রুমি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ কমল খান, নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মোঃ শাজাহান, দৈনিক কালের কন্ঠ পত্রিকা ও নিউজ ২৪ চ্যানেলের জেলা প্রতিনিধি বাবু দিলীপ কুমার মন্ডল, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহ, দৈনিক অগ্রবানী প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক স্বপন কুমার পোদ্দার, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন ও নাগরিক টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, গলাচিপা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ আনোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ^াস হৃদয়, ফজলুল হক পলাশ, মিজানুর রহমান খোকন, সফিউল আলম রেজা, মোঃ রোকন মিয়া, স্টাফ রিপোর্টার রাকিব চৌধুরী শিশির, লুৎফর রহমান চৌধুরী, সোহেল, জাকির হোসেন, সুমন, আসিফ ও ইয়ামিন প্রমুখ। দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের বক্তব্যের পর সকলে একসাথে কেক কেটে ১ যুগ পূর্তি উদযাপন করেন।