সংবাদ
নগরকান্দায় বিএনপির সমাবেশ
ফরিদপুরের নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় ইউনিয়নের ঝাটুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমান শরীফের সভাপতিত্বে ও সরকারি নগরকান্দা কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলী আকবর শরীফ আরমানের সঞ্চালনায়, এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জ্বালানী তেল, বাস ভাড়াসহ সকল দ্রব্যমুল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান সেলু, বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক গোলজার শরিফ, ফুলসুতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামাল বতু, চরযশোরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দীন হেলাল, যুবদল নেতা মোমরেজ হোসেন, মুজিবর রহমান, রবিউল ইসলাম বাবু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেন, যুবদল নেতা কাইউম মাতুব্বরসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।