সংবাদ
না’গঞ্জে ককটেল বিস্ফোরণে আতঙ্ক
গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের ৩টি স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক, ফতুল্লার কমর আলী স্কুলের সামনে এবং শহরের বি বি রোড এলাকার হক প্লাজার নিকট ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার রাত ৭টার দিকে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়কের পপুলার গলিতে হঠাৎ একটি ঝটিকা মশাল মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এসময় তারা ১০/ ১২টি ককটেল বিস্ফোরন ঘটালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। একই সময়ে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে শ্লোগান দিয়ে একটি মশাল মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় সেখানে তারা প্রায় ২০টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। অপরদিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর উপজেলা সড়ক এলাকাতেও একই কায়দায় মশাল মিছিল ও প্রায় ১৫/১৬টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয়রা জানায় বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন ও ছাত্রদলের নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার জানান, রাত ৭টার পর ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং বিপুল সংখ্যক টায়ারে অগ্নিসংযোগ করে। এ দিকে ফতুল্লার কমর আলী স্কুলের সামনে বিএনপি কিছু সমর্থক ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগ করেছে বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক দিপু। অপরদিকে শহরের বি বি রোড এলাকার হক প্লাজা ও পপুলারের গলির মাথায় বিএনপি কিছু সমর্থক ককটেল হামলা ও অগ্নি সংযোগ করেছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান ঘটনাটি জেনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছি ঘটনাটি কারা ঘটিয়েছে। তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।