সংবাদ
না’গঞ্জে বিদিশার বিরুদ্ধে মামলা
বিদিশা ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি নির্বাহী আদালতে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট রুবায়েত হাসান সায়েম। তিনি ওই ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ছিলেন। আদালত সূত্র জানা গেছে, গত ১ নভেম্বর নারায়ণগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার এর আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলার পিটিশনে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৪ ও ১১৭ ধারায় অভিযোগ আনা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।