সংবাদ
না’গঞ্জে ৪ঘন্টা ট্রেন বন্ধে ভোগান্তি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে লাইনচ্যুত হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী দল এসে বগিটি উদ্ধারে কাজ করছে। দুর্ঘটনার কারনে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি একাধিক ট্রেন। অত:পর ৪ঘন্টা পর উদ্ধারকারী দল ট্রেন চলাচল স্বাভাবিক করে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ করে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। পরে উদ্ধারকারী দল এসে ট্রেনের বগিটি লাইনে উঠিয়ে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক করে। বিকেল ৪টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।