সংবাদ
নারায়ণগঞ্জ ক্লাব কর্মকর্তাদের সেলিম ওসমানের উপদেশ
চিকিৎসা শেষে দেশে ফেরা সদর-বন্দর আসনের এমপি বিকেএমইএ’র সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক সেলিম ওসমানের সঙ্গে বিভিন্নজনের সাক্ষাৎ অব্যাহত রয়েছে। জনপ্রতিনিধি, আইনজীবী, ব্যবসায়ীদের পর এবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পরিষদের (২০২২) নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদের নেতৃত্বে সকল সহ সভাপতি ও পরিচালকবৃন্দ তার ধানমন্ডির বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন। দীর্ঘদিন পর ব্যবসায়ী নেতা ও নারায়ণগঞ্জের অভিভাবক সাংসদ সেলিম ওসমানকে পেয়ে কুশলাদি বিনিময়ের পর নবনির্বাচিত কমিটির সকলে ক্লাবের উন্নয়নে বরাবরের মতো তার মূল্যবান উপদেশ ও সহযোগীতা চান। দীর্ঘ একঘন্টার আলাপচারিতায় সেলিম ওসমান ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন এবং ক্লাবের একজন সাবেক সভাপতি হিসেবে সকল সদস্যদের অনুরোধ জানান বর্তমান কমিটিকে সর্বাত্মক সহায়তা করার। ক্লাব পরিচালনার খরচ বেড়ে যাওয়ায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চমূল্যকে বিবেচনা করে তিনি বর্তমান পরিচালনা পর্ষদকে আহ্বান জানান তারা যেন ক্লাব রেস্টুরেন্টের চা থেকে শুরু করে সকল সেবার যৌক্তিক মূল্য নির্ধারণ করতে একটি উপকমিটি গঠন করে অতিসত্তর নতুন মূল্যতালিকা তৈরী করেন। পাশাপাশি সদস্যদের মাসিক চাঁদা গত ১২ বছর থেকে যেহেতু অপরিবর্তিত আছে, তাই এক্ষেত্রেও মূল্যস্ফীতিকে বিবেচনায় রেখে নতুন চাঁদার হার নির্ধারন করার অনুরোধ রাখেন। তিনি আরও বলেন সকল সদস্যের উচিত ক্লাবের মানোন্নয়নে বর্তমান পরিচালনা পর্ষদের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া। এর আগে মেরুদ- ও পায়ে দুটি পৃথক অস্ত্রোপচার শেষে ২৪ নভেম্বর তিনি দেশে এসে পৌঁছান। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১ বছর যাবত মেরুদ-জনিত রোগে আক্রান্ত হয়ে সেলিম ওসমান গত ২৮ অক্টোবর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য যান। গত ১ নভেম্বর অপারেশন করে সম্পূর্ণরূপে সুস্থ হন। ১০ নভেম্বর দেশে ফেরার কথা ছিল। এদিন ফজরের নামাযের পূর্বে বাথরুমের কার্যক্রম সম্পন্ন করে বাথরুম থেকে বের হবার পথে দুভার্গ্যজনকভাবে পা পিছলে পড়ে ডান পায়ের হাঁটুর উপরের অংশে কয়েক স্থানে হাড় ভেঙে যায়। পুনরায় তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর ভোর ৬টায় আবার তার ডান পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হয়। সেলিম ওসমান কিছুটা সুস্থবোধ করছেন। যদিও ডাক্তাররা তাকে আগামী তিন মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।