সংবাদ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দুই গ্রুপের পৃথক শোক র্যালী
একটি পক্ষ নগরীর মন্ডলপাড়া থেকে ব্যাংকের মোড় পর্যন্ত শোক র্যালি করেছে। অন্য একটি পক্ষ শোক র্যালি করেছে নগরীর মিশনপাড়া এলাকায়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় এই কর্মসূচি পৃথক ভাবে পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
গত ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সেই কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন, আ. সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল ও আবু কাওসার আশা।
এড. সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউছুফ টিপুর নেতৃত্বে নগরীর মিশনপাড়া থেকে একটি শোক র্যালি বের হয়। সেখানে হাজারও নেতাকর্মী ছিলো।
অন্যদিকে, আতাউর রহমান মুকুল, আব্দুর সবুর খান সেন্টু ও এড. জাকির হোসেনের নেতৃত্বে পাল্টা একটি বিশাল মিছিল হয় নগরীর মন্ডলপাড়া এলাকায়। মিছিলে উপস্থিত ছিল কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, আবু কাওসার আশা, তৈমূর আলম খন্দকারের অনুসারী ও বিএনপি নেতা জাকির খানের অনুসারীরা।
দু’টি র্যালিতে সংগঠনটির নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। একই সাথে নেতাকর্মীদের হত্যার অভিযোগ বক্তব্য রেখেছেন।