সংবাদ
নিহত সাংবাদিক জুয়েলের পরিবারকে অর্থ সহায়তা
কুমিল্লার ইলেটগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মমিনুল ইসলাম জুয়েল (সোনারগাঁ প্রতিনিধি, দৈনিক সময়ের কাগজ ও সদস্য, সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব) এর পরিবারকে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব এবং দৈনিক সময়ের কাগজ পত্রিকার পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে মোঃ ইব্রাহীম খলিল (দৈনিক সময়ের কাগজ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি; দৈনিক ডান্ডিবার্তা, সোনারগাঁ প্রতিনিধি; সদস্য, সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব এবং শওকত ওসমান সরকার রিপন (দৈনিক ভোরের দর্পণ, সোনারগাঁ প্রতিনিধি; সাধারণ সম্পাদক, সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব) নিহত সাংবাদিক জুয়েলের গ্রামের বাড়ি রংপুরের তাজ হাট থানার লিচু বাগানে গিয়ে তার পিতা মোঃ মোতালেব মিয়া ও মাতা জোহরা বেগমের হাতে এই অর্থ তুলে দেন। দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক আবু বকর ছিদ্দিক স্যার মুঠোফোনে নিহতের বাবার সঙ্গে শান্তনা মুলুক কথা বলেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। পরে তারা নিহত সাংবাদিক মমিনুল ইসলাম জুয়েলের পিতা ও স্থানীয়দের সঙ্গে নিয়ে তার কবর জিয়ারত করেন। উল্লেখ্য, সাংবাদিক মমিনুল ইসলাম জুয়েল গত ১৬ অক্টোবর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ইলেটগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে বাইক দাঁড় করে মোবাইলে কথা বলার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক পিছন দিয়ে তার উপর তুলে দেয়। পরে ইলেটগঞ্জ হাইওয়ে থানার পুলিশ গুরুতর আহত সাংবাদিক মমিনুল ইসলাম জুয়েলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিহতের ছোট ভাই মোঃ জনি ইসলাম, এম এফ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, আবুল কালাম, মোঃ ফিরোজ, খুরশিদ আলম প্রমুখ।