সংবাদ
নৌ-পথ বন্ধ করে দেয়ার হুমকি জাহাজী শ্রমিকদের
নৌ-শ্রমিকদের নুন্যতম মজুরী ২০ হাজার টাকা, নদীপথে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, মেঘনা নদীতে বালু মহল ইজারাদারদের নৈরাজ্য বন্ধের দাবীসহ আগামী ২৮ নভেম্বর সারাদেশে নৌ-পথে নৌ-শ্রমিকদের কর্মবিরতিকে শ্রম অধিদপ্তর কর্র্তৃক বেআইনী বলায় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ৫নং ঘাট এলাকায় সর্বস্তরের নৌ-শ্রমিক ও নাবিকবৃন্দের আয়োজনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহআলম, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার, আকতার হোসেন, কবীর হোসেন, নজরুল ইসলাম, শাওন মিয়া, মোস্তাফিজুর রহমান, ইব্রাহীম খলিল, ফারুক ইসলাম, পান্না মিয়া, মো. সুমন ভুইয়া প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তব্যে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, আমরা কিছুদিন আগে সংগঠনের পক্ষ থেকে নদীপথে বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড এবং আমাদের শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও তাদের নিরাপত্তার দাবীতে সরকার ও মালিকদের কাছে বিভিন্ন দাবী উথাপন করেছি। মালিকরা তখন আমাদের সেই দাবী প্রত্যাখান করে তারা মহামান্য হাইকোর্টে আমাদের সংগঠনের বিরুদ্ধে একটি রিট করেছেন। এরপর সারাদেশের নৌ শ্রমিকরা ৭ দফা দাবী দিয়ে আগামী ২৮ তারিখের মধ্যে সমাধান করার জন্য সরকারকে অনুরোধ করেছিল। আমাদের এই আন্দোলনকে বাধাগ্রস্থ করার জন্য ওই কুচক্রি মালিকদের ষড়যন্ত্রের মাধ্যমে শ্রম অধিদপ্তরকে ভুল বুঝিয়ে আমাদের সে আন্দোলনকে বেআইনী বলে ঘোষণা দিয়েছেন। আমরা দীর্ঘদিন পরিচয়পত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। অনেক জাহাজ মালিকদের সাব রেজিস্ট্রেশন নেই। তারা আবার আমাদের কোন মুখে বেআইনি বলেন। আমরা নিজেদের অধিকারে কোনো আন্দোলন করলেই তা বেআইনী হয়ে যাই। ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের অত্যাচার, নির্যাতন, নদীপথে চলমান ডাকাতি বন্ধ না করা হয় তাহলে শ্রমিকরা কর্মবিরতি করবে। নদীপথে শ্রমিকদের নানাভাবে অত্যাচার করা হচ্ছে এই বিষয়ে প্রশাসন কেনো কোনো ব্যবস্থা নিচ্ছে না? বক্তব্যে তিনি আরো বলেন, পুনরায় যদি আমার শ্রমিক ভাইদের উপর নির্যাতন-অত্যাচার করা হয় তাহলে আমরা নদীতে কোনো নৌ-যান চলাচল করতে দিবো না। এতোদিন আমাদের ৭ দফা থাকলেও আরেকটি দফা যুক্ত হবে সেটি হলো যারা আমাদের আন্দোলনকে বেআইনী বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ৮ দফা না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচী পালন করার হুশিয়ারি দেন তিনি।