সংবাদ
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজে দোয়া
বন্দর প্রতিনিধি
আগামী ৬ নভেম্বর সারাদেশে এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা শুরু হবার কথা রয়েছে। এক্ষেত্রে বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজের ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে মোট ২৯৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে বলে জানা গেছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অত্র কলেজ অডিটরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, ‘এ কলেজের সম্মান ও সুনাম বৃদ্ধির দায়িত্ব তোমাদের। সকলের প্রস্তুতি ভালো আমরা সে প্রত্যাশা করি। ভালোভাবে পরীক্ষা দেয়ার জন্য সকলে মানসিক প্রস্তুতি নিবে। আগামী দিনে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় তোমরা শামিল হবে এবং দেশের সার্বিক উন্নয়নে তোমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি’। অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সামছুল হক তিনি উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, ‘তোমরা প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো মনে করে নিয়ে যাবে। যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌছবে এবং কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকদের সাথে সুন্দর আচরণ করবে। সকলের দোয়া নিবে ও নামাজ পড়বে। ভালো ফলাফল অর্জন করে তোমরা অত্র কলেজের সুনাম বয়ে আনবে বলে আমাদের প্রত্যাশা এবং সবার মঙ্গল কামনা করে আমি সবার জন্য দোয়া জানাচ্ছি’। অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সামছুল হকের সভাপতিত্বে, সহযোগী অধ্যাপক আব্দুল হান্নান খাঁনের পরিচালিত দোয়ায় এবং সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল ভূঁইয়া ও সাহারা সুলতানা শিলার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের গভর্নিং বডি’র অভিভাবক সদস্য খোকা ভূঁইয়া, মনিরুল ইসলাম মনু, হিতৈষী সদস্য নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক নিজামউদ্দিন চৌধুরী ও ইয়াসমিন আরা বেগম সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত থেকে দোয়ায় অংশ নিয়েছেন।