সংবাদ
পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত
পাকিস্তানে ভ্রাম্যমান টহলে থাকা একদল পুলিশের ওপর এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।
দেশটির খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতে বুধবার সকালে এই ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ডন।
প্রদেশটির মুখ্যমন্ত্রী মাহমুদ খান প্রাদেশিক পুলিশ প্রধানের কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।
রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান জানিয়েছে যে, হামলায় একজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং ড্রাইভারসহ ছয় পুলিশ কর্মী নিহত হয়েছেন। এটিকে সন্ত্রাসী হামলা হিসাবে বর্ণনা করা হয়েছে।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মাহমুদ খান বলেছেন, ঘটনাটি ‘খুবই দুর্ভাগ্যজনক’ এবং ‘শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না’। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।
খাইবার পাখতুনখোয়া পুলিশের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের মহাপরিদর্শক (আইজি) মোয়াজ্জাম জাহ আনসারি লাকি মারওয়াতে ‘টার্গেটেড কিলিং’ এর বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার পর আইজি লাক্কি মারওয়াতে জরুরি পরিদর্শন করেছেন এবং সাহস ও সাহসিকতার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আইজি অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এসময় সন্ত্রাসীদের শেষ পর্যন্ত নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু এবং দেশকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।’
নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী মাটির সন্তানদের গোটা জাতি স্যালুট জানায়।’
তিনি খাইবার পাখতুনখোয়া সরকারকে অবিলম্বে শহীদ পুলিশ কর্মীদের জন্য শুহাদা প্যাকেজ ঘোষণার আহ্বান জানান।
জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ ও ডেপুটি স্পিকার জাহিদ দুররানিও হামলার নিন্দা জানিয়েছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির টুইটে এক বার্তায় সরকারকে সম্পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানানো হয়েছে।