সংবাদ
পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মোক্তার হোসেন
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ৯৬নং পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোক্তার হোসেন, ও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম। গতকাল বুধবার দুপুর ২ থেকে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় মোঃ মোক্তার হোসেন ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ ইদ্রিস আলী ৩ ভোট পেয়ে পরাজিত হয়। সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন এ কমিটি ঘোষণা দেন। এ সময় নির্বাচন পরিদর্শন করেন জামপুর মাঝেরচর গৌর কিশোর মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ রাসেল আহম্মেদ খোকন, জামপুর ইউপি সদস্য মোঃ সানাউল্লাহ, জামপুর মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আল মামুন, জামপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা তাতী লীগের সহ সভাপতি দেওয়ান কামাল, উপজেলা ছাএলীগের সদস্য মোঃ মেহেদী, জামপুর ইউনিয়ন ছাএলীগের সহ সভাপতি মোঃ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় মোক্তার হোসেন বলেন, পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে কাজ করে যাব ও ছাত্র ছাত্রীদের দিকে সব সময় নজর থাকবে যেন তারা ভালো করে লেখাপড়া করতে পারে। আজ উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।