সংবাদ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না.গঞ্জে জাসদের মশাল মিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা জাসদের নেতাকর্মীরা।
শনিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি মোহর আলী চৌধুরীর নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের ডিআইটি এলাকায় জাসদের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ডিআইটি থেকে শুরু হয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি মোহর আলী চৌধুরী, এসএম ইব্রাহিম, সৈয়দ হোসেন, শফিকুল ইসলাম ভূঞা, মোহসিন আহমেদ, মোঃ জয়নাল, মো. গনি মিঞা, কমরেড বাচ্চু মিঞা, মাসুদ চৌধুরী প্রমুখ।