সংবাদ
প্রো-অ্যাকটিভ হাসপাতালে সিসিইউ’র কার্যক্রম উদ্বোধন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালে, নব প্রতিষ্ঠিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এর কার্যক্রম চালুর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকাল৮টায় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের লেকচার গ্যালারী ৪র্থ তলায় ওই কার্যক্রমের উদ্বোধনী করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লি. এর মাননীয় বোর্ড চেয়ারম্যান- অধ্যাপক ডা. আব্দুল হান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মাননীয় ইসি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, সদ্য প্রাক্তণ সফল ব্যবস্থাপনা পরিচালক ও বোর্ড পরিচালক লায়ন মো. নজরুল ইসলাম সিকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)- ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাসির উদ্দিন (অব.), সাবেক বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ খালেকু জ্জামান, সাবেক ইসি চেয়ারম্যান ও ১মসিনিয়রভাইস চেয়ারম্যান- অধ্যাপক মো. ইউসুফ আলী চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান- প্রফেসর তৌহিদা ফারুকী, পরিচালক- মো. শাহীদুল ইসলাম ইউনুস, ডা. আবু বক্কর সিদ্দিক, আবু নাঈম মো.রাফি, আবু খালেদ মো. রাফি, এম. রেজাউল হাসান, সিনিয়র কনসালটেন্ট ও চীফ কনসালটেন্ট- সিসিইউ- ডাঃ মোঃহাবিবুর রহমানসহকনসালটেন্ট, ডাক্তার ও অন্যান্য কর্মকর্তাগণ।