সংবাদ
ফতুল্লায় এসি বিস্ফোরণ, আহত ২
ফতুল্লা চৌধুরী বাড়ি এলাকার একটি বাড়িতে এসি বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। সোমবার ৭ নভেম্বর দুপুর ১টায় ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকার এসএ শামীমের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন এসএ শামীমের পুত্র রেজানুর রহমান বাবন (২৩) ও তার বন্ধু মাহিম (২২)। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বাবনের বড় ভাই সাজু জানায়, আমি বাড়ির দোতলায় ছিলাম। দুপুর ১টার সময় বাড়িতে বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত নিচে নেমে দেখতে পেয়েছি দক্ষিণ পাশে থাকা রুমের দরজা এবং জানালা ভেঙ্গে ভিতর থেকে ধোয়া বেড়োচ্ছে। রুমে গিয়ে দেখতে পাই আহতবস্থায় আমার ছোট ভাই বাবন ও তার বন্ধু মাহিম দগ্ধ হয়ে ব্যথায় কাতরাচ্ছে। এরই মাঝে আমার বাবা ও পরিবারের সদস্য সহ আশপাশের অনেকেই ছুটে এসেছেন। পরে আহত আমার ছোট ভাই ও তার বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত দুজনের বুকের কিছুটা অংশ দগ্ধ হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।