সংবাদ
ফতুল্লায় পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই!
ফতুল্লার আলীগঞ্জে মিশুক গাড়ি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে চাপাতি দিয়ে মাথায় আঘাত কওে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে আহত রাকিব মিশুক চোর চক্রের জামাল হোসেনগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় আলীগঞ্জ ক্লাবের সামনে তার মিশুকটি রেখে পার্টস আনতে গেলে আলীগঞ্জ এলাকার মৃত.বাসেদের ছেলে জামাল হোসেন,আরিফ হোসেন,সামসু ও জিয়াসহ অজ্ঞাত নামা আরো ১০/১২জন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ পর্যায়ে ৪নং বিবাদী আমার মিশুকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় আমি চিৎকার করিলে ১নং বিবাদীর হাতে থাকা চাপাতি দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আমার কাছে থাকা নগদ ১১৪০ টাকা ও আমার ব্যবহৃত মুঠোফোন ভিভো ওয়াই-২১ যার মুল্য ২০ হাজার টাকা। আমাকে বাচাঁতে আমার দুইভাই বাদশা ও রানা এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকেও মারধর করে লিলাফুলা জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দ্রুত স্থান ত্যাগের পুর্বে বিষয়টি কারোর সাথে বলিলে তারা আমাকে প্রানে মেরে ফেলার হুমকী প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন। রাকিব বলেন,যে বিবাদীরা উক্ত এলাকায় চুরি,ডাকাতি,চাদাঁবাজি ও মাদক ব্যবসায় জড়িত।
এ ঘটনায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো.কামাল হোসেন আসামী সামসু’র বাড়িতে গেলে সাবেক মেম্বার আবু বকর অভিযুক্ত সামসু’কে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে রাখেন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো.কামাল হোসেন জানান,সামসু মুলত একজন প্রতিবন্ধী তাই তাকে রেখে এসেছি স্থানীয় মেম্বার আবু বকরের কথায়। তবে তিনি আশ^স্ত করেছেন যে,আগামীকাল শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ সাহেবের অফিসে বসে সমস্যার সমাধান করবেন।