সংবাদ
ফতুল্লায় স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা অনুষ্ঠিত
ফতুল্লা প্রতিনিধি
ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ আহমেদ লিটন বলেছেন, ফতুল্লা থানা এবং পাঁচটি ইউনিয়নে আসন্ন স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে কোন মাদক সেবী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই হবে না। বিগত সময়ে যারা দলের হয়ে কাজ করেছেন, দলের জন্য নিবেদিত ছিলেন, তাদের এবং যোগ্য ব্যক্তিদের মাধ্যমেই ফতুল্লা থানা এবং অধিনস্ত পাঁচটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হবে। যোগ্যরাই নেতৃত্ব পাবে। ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবীদ মো. আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য তালহা ইসলাম জিনান, অ্যাডভোকেট মো. শরীফ আল হাসিম খান। এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম কিবরিয়া খোকন প্রমূখ।
এদিকে, বিশেষ অতিথির বক্তব্যে ফরিদ আহমেদ লিটন আরো বলেন, এখানে ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে বিতর্ক আছে। কিন্তু স্বেচ্ছাসেবক লীগ নিয়ে কোন বিতর্ক নেই। কোন বদনাম নেই। আমার ১৪ গোষ্ঠি আওয়ামী লীগ করে। বিএনপির আমলে আওয়ামী লীগের অনেক নেতাকে এলাকায় দেখা যায়নি। কিন্তু শত প্রতিকূলতার মাঝেও আমি এখানে ছিলাম। দলের জন্য কাজ করেছি। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগকে টিকিয়ে রেখেছি। আমরা এলাকা ছেড়ে যাইনি। আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এবং আমাদের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হাতকে শক্তিশালি করতে যা যা করা প্রয়োজন সবই করবো ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবীদ মো. আব্দুস সালাম বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত কঠিন সময়ে যারা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনে নেতৃত্ব দিয়েছেন, দলের প্রয়োজনে মাঠে ছিলেন, তারাই প্রকৃত সাহসী ও ত্যাগী নেতা। আমরা ফতুল্লায় এবং সিদ্ধিরগঞ্জে এমন কমিটি করতে চাই যারা আগামী দিনের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখা সহ আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে বিজয়ী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাসুম বলেন, ‘দলের প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবো।’
এসময় স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।