সংবাদ
বক্তাবলীতে জমির ফসল নষ্টের চেষ্টা
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের নজরুল ইসলামের ফসলী জমি নষ্টের পায়তারা করায় সুলতান আহম্মেদ গংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় জিডি করেছেন নজরুল ইসলাম।
শনিবার (২৬ নভেম্বর) চরবয়রাগাদী (লাল মিয়ারচর) এলাকার মৃত হাজ্বী কালাচানের পুত্র মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় জিডি নং -২১৮০ দায়ের করেন।
জিডিতে নজরুল ইসলাম উল্লেখ করেন,মরহুম সামসুল হকের পুত্র মোঃ সুলতান আহম্মেদ, মোঃ সুমন পারভেজ, মোঃ সোহেল ও মোঃ শহীদুল্লাহ্ আমার নিজস্ব জমি যাহার চরগড়কুল মৌজায় অবস্থিত এবং খতিয়ান নম্বর সিএস ৩৭৫,আর এস ৫০১,এসএ ১১৮৯, এবং ৭৭৯,আরএস দাগ নং -৯৫৮ ও ১৪৪২, এবং জমির পরিমান ১৮০ শতাংশ। উল্লেখ্য যে,উক্ত জমিতে আমি কিছুদিন পূর্বে আলু ও লাউ চাষ করিয়াছি। কিন্তু দূর্ভাগ্যের বিষয় পার্শ্ববর্তী জমির মালিক গন আমার আবাদী জমির ফসল যেমন আলু ও লাউ বিনষ্ট করার পায়তারা করে আসছে।
উক্ত জমি নিয়ে আমাদের উভয়ের মধ্যে কিছুদিন যাবত মনোমালিন্য ও ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছিল। এমনি অবস্থায় বর্তমানে আমার নিজস্ব জমিতে আলু ও লাউ চাষ করার পর উক্ত বিবাদীরা আবাদী ফসলগুলো নষ্ট করে দিতে চাচ্ছে।
এসআই কামরুজ্জামান কে জিডির তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে নজরুল ইসলাম ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।