সংবাদ
বঙ্গবন্ধুর খুনীদের নিন্দা জানাতে সংসদে প্রস্তাব গৃহীত
১৫ আগস্টের চক্রান্তকারীরা এখনো ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। এমন অভিমত ব্যক্ত করে সব চক্রান্ত ব্যর্থ করতে শপথ গ্রহণ করেছে জাতীয় সংসদ। গতকাল বুধবার সংসদে এ সংক্রান্ত একটি সাধারণ প্রস্তাব তোলা হয়। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির এই সাধারণ প্রস্তাবটি তোলেন। পরে তার ওপর আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
উবায়দুল মোকতাদিরের প্রস্তাবে বলা হয়, ‘এই মহান সংসদের অভিমত এই যে, যে ঘৃণ্য খুনি চক্র ও চক্রান্তকারী গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করেছিল তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি। কিন্তু চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনও ক্ষান্ত হয়নি। আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসে ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিতে। তাদের এই ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেয়া যায় না। ইতিহাসের পাদদেশে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে সকল চক্রান্তকে ব্যর্থ করে দেয়ার শপথ গ্রহণ করছি, ২০২২ এর আগস্ট মাসে একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনে এই হোক প্রত্যয় দৃঢ় ঘোষণা।’