সংবাদ
বন্দরের ধামগড় মনারবাড়ি তালতলা রাস্তার উদ্ভোধন
বন্দর প্রতিনিধি :
বন্দর উপজেলার ধামগড় ইউপি’র মনারবাড়ি তালতলা হইতে মনারবাড়ি কবরস্থান রাস্তা ব্রীজ পর্যন্ত পিচ ঢালাই রাস্তার শুভ উদ্ভোধন করেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ এম এ রশিদ। এ সময় উপস্থিত ছিলে ধামগড় ইউপি সফল চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন ও ৯নং ওয়ার্ড মনির হোসেন মেম্বার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লিয়াকত আলী, সিরাজুল ইসলাম সিরাজ, জালাল মিয়া, সুমন, খলীল, শাহিন, ইলিয়াছ, জাহাঙ্গীর, রুবেল সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সকাল এগারো ঘটিকায় বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ দোয়া ও ফিতা কেটে রাস্তার উন্নয়নের শুভ উদ্ভোধন করেন। এ সময় তিনি বলেন মনারবাড়ি রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ছিল। সে কারনে উপজেলা প্রৌকশলীর সহায়তায় তিনি মনারবাড়ি রাস্তাটির উন্নয়নের দাবী জানান। তারই পরিপেক্ষিতে রাস্তাটির উন্নয়নের বাজেট হয়। সেই সাথে রাস্তাটি টেকসই ও মজবুত করে করার জন্য প্রকৌশলী ও ঠিকাদারকে অনুরোধ জানান। ঠিকাদারকে রাস্তার উন্নয়নে সার্বিক বিষয়ে মনির মেম্বারের সহযোগীতা নিতে বলেন। মেসার্স পিংকি ট্রেডার্সের ঠিকাদারিত্বে মোঃ বাইজিদ মিয়ার তত্বাবধানে প্রায় উননব্বই লক্ষ টাকা বাজেটে ১৬০০ফিট লম্বা ও ১২ ফুট পাশে রাস্তার উন্নয়ন কাজ করা হবে। তবে তালতলা মনারবাড়ি হইতে আলাউদ্দিন চেয়াম্যানের বাড়ির ব্রীজ পর্যন্ত পুরো বারো ফুট পাশ হবে। অবশিষ্ট রাস্তা মনার বাড়ি ব্রীজ পর্যন্ত পিচ ঢালাই করা হবে।