সংবাদ
বন্দরে অটোচালক হত্যাকান্ডের গ্রেপ্তার ৫
বন্দর প্রতিনিধি
বন্দরে অটোচালক ফেরদৌস হত্যাকান্ডের ঘটনায় শিপ্লু (২১), সাইদুল ইসলাম (২৭) ও ইব্রাহিম মাঝি নামে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ফেনী জেলায় ও রোববার (১৮ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের সদর থানাধীন কাটাখালী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল হতে চোরাইকৃত মিশুকসহ হত্যা কাজে ব্যবহৃত একটি সুইচগিয়ার (চাকু) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শিপ্লু নারায়ণগঞ্জের বন্দর থানার হাজরাদী চানপুর এলাকার সাইফুল কাজীর ছেলে, মুন্সিগঞ্জের সদর থানার রনজ হাওলা পাড়া এলাকার লাল মিয়ার ছেলে সাইদুল ইসলাম ও লক্ষীপুর জেলার রায়পুর থানার চর বংশি এলাকার মৃত. শামসুল মাঝির ছেলে ইব্রাহিম মাঝি।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী রকিব তাঁর ঘনিষ্ঠ বন্ধু সিবলু’র সাথে একটি অটো চুরির পরিকল্পনা করে। ভিকটিম যে গ্যারেজে তার অটো রাখে সেই গ্যারেজে আসামী রকিব সহকারী হিসাবে কাজ করে। রকিব ওই গ্যারেজে অটো ভাঙ্গা ও মেরামতের কাজ করতো। ঘটনার দিন আসামী রকিব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে নিয়ে তার অটোযোগে ঘটনাস্থলে যায় এবং অপর আসামি শিপ্লু, সাইদুল ইসলাম ও ইব্রাহিম মাঝি রকিবের সাথে যোগ দেয়।
আসামীরা সকলে মাদক ও উত্তেজক দ্রব্য সেবন করে এবং ভিকটিমকে অন্যান্যদের সহায়তায় আসামী রকিব ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রকিব উক্ত হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, অটোচালক ফেরদৌস হত্যাকান্ডের মূল আসামি রকিব (২০) ও অপর এক আসামি রাজিবকে (৩৩) গ্রেপ্তার করে র্যাব-১১। পরে তোদের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে শিপ্লু, সাইদুল ইসলাম ও ইব্রাহিম মাঝিকে গ্রেপ্তার করা হয়। এসময় উল্লেখিত সকল আসামী গ্রেফতারসহ মিশুকসহ হত্যা কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার মুল রহস্য উদঘাটন স্বল্প সময়ে সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, বন্দরে মিশুক চালক ফেরদৌসকে (১৮) জবাই করে হত্যার পর লাশ ফেলে দিয়ে মিশুক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ১২ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদীস্থ জনৈক কাজী কাইয়ুম মিয়ার নিঝুম বিটা বাড়ি থেকে হাত—পা বাধা অবস্থায় ওই মিশুক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পিতা দিনমজুর নজরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গত রোববার বিকাল ৫টায় আমার ছেয়ে ফয়সাল মিশুক নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফিরে। সোমবার সকালে কলাগাছিয়া ইউনিয়নের দিঘলীস্থ জনৈক কাজী কাইয়ুম মিয়ার নির্জন ভিটা বাড়ি থেকে হাত—পা বাধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।